CCTV-র মুখ ঘুরিয়ে শিয়ালদহে চলছিল বেনিয়ম, হাতে নাতে পাকড়াও ‘রক্ষক’

0
83

কলকাতা: হিসেব বর্হিভূত টাকা রাখার অভিযোগে দুই টিকিট পরীক্ষককে চাকরি থেকে আজীবন বরখাস্ত করল ভারতীয় রেল৷ বৃহস্পতিবার রাতে শিয়ালদহ স্টেশনের এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে রেলের অন্দরেই৷ চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

বিষয়টি প্রকাশ্যে আসতে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া৷ ঠগ বাছতে গাঁ উজাড় প্রবাদ আউড়ে তাঁরা বলছেন, ‘‘ভুয়ো টিটি নন, কিন্তু এ তো ভুয়ো টিটির থেকেও ডেঞ্জার!’’ রেল সূত্রের খবর, বরখাস্ত হওয়া দুই টিটিই-র নাম সোয়েব রাজা এবং প্রসূন বিশ্বাস। সিনিয়র এই দুই টিটিই-র বিরুদ্ধে সম্প্রতি ভিজল্যান্সে একাধিক অভিযোগ জমা পড়েছিল৷ তারপর থেকেই গোপনে তাঁদের ওপর চলছিল নজরদারি৷

- Advertisement -

তদন্তে নেমে ভিজিল্যান্স কর্তারা জানতে পারেন, বুকিংহীন পণ্য থেকে হাজার হাজার টাকা আদায় করে থাকেন এক শ্রেণির টিকিট পরীক্ষকেরা৷ ফলে আয় থেকে বঞ্চিত হয় রেল৷ নিজেদের অপকর্ম ঢাকতে অনেক সময় সিসিটিভির মুখও ঘুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷

বৃহস্পতিবার ছিল তেমনই একটি দিন৷ রেল সূত্রের খবর: ডিউটি শুরুর সময় অফিসের ক্যাশ ডিকলারেশনের খাতায় তাঁরা জানিয়েছিলেন, নগদ ৫০০টাকা কাছে আছে৷ কিন্তু ঘণ্টা দেড়েক পরেই আচমকা তাঁদের তল্লাশি করে ব্যাগ থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা৷ টাকার উৎসর বিষয়ে স্পষ্ট কোনও কারণ দর্শাতে না পারায় ভিজিল্যান্সের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত দুই টিটিইকে চাকরি থেকে আজীবন বরখাস্তের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ৷

এর আগে তাঁরা আর কি কি অপকর্ম করেছেন, চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন ভিজিল্যান্স কর্তারা৷ ঘটনার জেরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে রেল কর্মীদের অন্দরে৷

আরও পড়ুন: Due to Medical Negligence: স্কুলে যাওয়ার কথা ছিল মেয়েটার…

আরও পড়ুন: Royal Bengal Tiger: হাউ, মাউ করে জঙ্গল থেকে বেরিয়ে এল বাঘ

আরও পড়ুন: Crocodile: ভাগীরথির জলে কুমির, আতঙ্কে থরহরিকম্প এলাকা