Crocodile: ভাগীরথির জলে কুমির, আতঙ্কে থরহরিকম্প এলাকা

0
39

খাস খবর ডেস্ক: কথায় আছে ‘জলে কুমির ডাঙায় বাঘ’। প্রবাদ বাক্যটি যেন হুবহু মিলে গেল। ফের কুমিরের দেখা মিলল গঙ্গায়। এবার নদিয়ার নবদ্বীপের ভাগীরথী নদীতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ Tender Curruption: কোটি টাকা টেণ্ডারের বেনিয়মের অভিযোগ, কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত প্রধান

নদিয়ার নবদ্বীপ থানার ফকির ডাঙ্গা ঘোলা পাড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু সংলগ্ন বালুর চর এলাকায় ঘটনা। বৃহস্পতিবার সকালে হঠাৎই ঘাট লাগোয়া ভাগীরথী নদীতে কুমির ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। ইতিমধ্যে ব্যাপক কৌতুহল ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। গঙ্গা থেকে উঠে আসা কুমিরটিকে দেখতে অগণিত বাসিন্দার ভিড় জমে যায় মুহূর্তের মধ্যে। যদিও সকাল থেকেই কুমিরের আতঙ্কে নদীতে কেউ আর নামছে না স্নান করতে।

আরও পড়ুনঃ New Born Baby: মায়ের কোল খালি করে দেওয়ার অভিযোগ, বৃহন্নলাদের অত্যাচারে মৃত্যু সদ্যজাতর

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে হঠাৎই ঘাট লাগোয়া ভাগীরথী নদীতে কুমির ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। নিমেষে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাথে সাথেই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এবং বিডিওকে। বিডিও অফিসের তরফে যোগাযোগ করা হয় বনদফরের সঙ্গে। ইতিমধ্যেই কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদফতর কর্তৃপক্ষ।