ইন্সুরেন্স সংস্থার নাম করে কোটি টাকা প্রতারণা কাণ্ডে গ্রেফতার আরও দুই

0
65
Future General Insurance

কলকাতা: ইন্সুরেন্স সংস্থার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল। বৃহস্পতিবার সেই ঘটনায় ভিন রাজ্য থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ভিন রাজ্যের তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার আরও দুই। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৫। অভিযুক্তদের আজ বিধাননগর আদালতে তোলা হবে। লিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুনঃ ‘SSC দুর্নীতির টাকা প্রভাবশালী থেকে কালীঘাট পর্যন্ত পৌঁছেছে’, বিস্ফোরক লকেট চ্যাটার্জী

- Advertisement -

সোমবার রাতে বাগুইহাটি এবং ইকোপার্ক থানা এলাকায় হানা দিয়ে এই ঘটনার অন্যতম অভিযুক্ত সৈকত ভট্টাচার্য্য এবং প্রসেনজিৎ ভাদুরিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই দুই ব্যক্তির একাউন্টে পৌঁছেছিল ৪ কোটি টাকা। সেখান থেকে সেই টাকা ভাগে ভাগে পৌঁছায় মহারাষ্ট্রের চক্রের অন্যতম পান্ডাদের কাছে। অর্থাৎ আর্থিক তছরুপের মধ্যমনি হিসাবে কাজ করতো এই ব্যক্তিরা।

আরও পড়ুনঃ অমরনাথ যাত্রায় বিস্ফোরণে পাকিস্তানের ভয়ঙ্কর চক্রান্ত বানচাল, উদ্ধার টাইমার দেওয়া স্টিকি বোমা

পুলিশ সূত্রে খবর, গত ৩ মার্চ ফিউচার জেনারেল ইন্স্যুরেন্স সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে জানান হয় যে, তাদের প্রায় ৪ কোটির বেশি টাকা অন্য কোনও ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই সংস্থার ৪ কোটির বেশি টাকা বাগুইহাটি এলাকার আশীর্বাদ মার্বেল নামের একটি দোকানের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। বেশ কিছু মানুষের ইন্সুরেন্স পলিসির নাম করে টাকা তুলে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে ।

এরপরই, ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নম্বর ট্র্যাক করে মহারাষ্ট্রে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকেই সমেশ মহিঙ্কর, বিশাল কদম এবং জয়েস বাবিলাল সাহাকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, অভিযুক্ত সমেশ ওই বেসরকারি ইন্সুরেন্স সংস্থার কর্মী । সংস্থার ক্লাইন্টের ডিটেলস নিয়ে প্রতারণা চক্র চালাত এই ব্যক্তি ।