Trade Union : ITC তে বিপুল জয় বামেদের 

0
69

কলকাতা :  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় নজিরবিহীন বিপর্যয় হয়েছে বামেদের। গত দশ বছর ধরে প্রতি নির্বাচনেই বামেদের ভোটের রক্তক্ষরণ অব্যাহত থেকেছে। তবে ২০১১ সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও রাজ্যের সমবায় সমিতি বা বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে বামেদের সাফল্য চোখে পরার মতো। 

আরও পড়ুন : Lakhimpur Kheri : কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রকে রক্ষা করছে যোগী সরকার : রণদীপ সুরজেওয়ালা 

- Advertisement -

এবার সেই ধারাতেই নতুন সংযোজন হল, ITC এর খিদিরপুরের কারখানায় সিআইটিইউ পেল বিপুল জয়। ইউনিয়নের নির্বাচনে ৮২ শতাংশ ভোট পেয়ে আইএনটিটিইউসি কে পরাজিত করে জয় পেয়েছে বাম শ্রমিক সংগঠন। মোট ভোট পড়েছিল ৩১৪ টি, এর মধ্যে সিআইটিইউ পেয়েছে ২৫৭ টি এবং আইএনটিটিইউসি পেয়েছে ৫২ টি ভোট, ৫ টি ভোট বাতিল হয়েছে। 

আরও পড়ুন : Nobel Prize : মুক্ত চিন্তার বিকাশের লড়াইয়ে আরও এক ধাপ, দুই সাংবাদিকের ঝুলিতে আসছে নোবেল শান্তি পুরস্কার 

সিআইটিইউয়ের জয়ে অভিনন্দন জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এছাড়াও ইউনিয়নের সভাপতি হিসেবে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিনন্দন জানিয়েছেন সমস্ত শ্রমিক কর্মচারীদের। এই জয়ে উজ্জীবিত বাম শিবির। এর আগে বিভিন্ন ক্যাব সংস্থার ইউনিয়নেও জয় পেয়েছে বামেরা। কলকাতার এক সিপিএম নেতার মতে, শ্রমিক মেহনতি মানুষেরা তাদের বন্ধু চিনতে ভুল করেন না। বামেদের গণসংগঠন যদি এভাবে ধারাবাহিক ভাবে শক্তি সঞ্চয় করতে পারে পুনরায়, তবেই নির্বাচনের রাজনীতিতে জমি খুঁজে পাবে বামেরা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামী দিনে তারা শক্তি সঞ্চয় করতে পারবেন কিনা তার উত্তর দেবে সময়।