বিলকিস বানোর অভিযুক্তদের জেলে পাঠানোর দাবিতে ধর্না, হুঙ্কার মমতার

0
34

কলকাতা : বিলকিস বানো ধর্ষণকাণ্ড নিয়ে এবার প্রতিবাদের সুর রাজ্যের শাসকদলের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার দুদিন ব্যাপী ধর্নায় নামার হুঁশিয়ারি দিয়েছেন। বিলকিস বানোর অভিযুক্তদের মুক্তির বিরুদ্ধে নিন্দা প্রকাশ করতেই কলকাতায় প্রতিবাদে নামার হুমকি দিয়েছেন দলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুইজন মহিলা তৃণমূল কর্মীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাবে। ধর্না চলাকালীন তৃণমূল নেতানেত্রীরা সুপ্রিম কোর্টের কাছে আর্জি করা হবে, বিলকিস বানোর অভিযুক্তদের যাতে আবার জেলে পাঠানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকেও এই ঘটনা নিয়ে আক্রমণ করেন। বিলকিস বানোর ধর্ষণে অভিযুক্তদের মুক্তি কখনোই ‘নারী সম্মান’ এর প্রতীক নয়। রাজ্যগুলির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযুক্তদের মুক্তি দেওয়া যায় কিনা তা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত জানাতে বলে একটি নোটিস পাঠান। এরকম দাবি করেন মমতা।

- Advertisement -

মমতার দাবি, বিজেপি বিলকিস বানো মামলায় অভিযুক্তদের মুক্তি দেওয়ার জন্যই এই নোটিস পাঠিয়েছে। তবে বিজেপির ওপর মমতার এই আক্রমণ বহুদিন ধরেই চলে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের শাসকদলের অন্দরে ইদি ও CBI হানায় এখন ভাবমুর্তি নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তৃণমূলকে। এহেন পরিস্থিতিতে মমতা ইডি ও CBI এর এই হানার কারণ হিসেবে দায়ী করেছেন বিজেপিকে। এর মধ্যেই তাই বিলকিস বানো ধর্ষণকাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর তুলেছেন দলনেত্রী।