ষষ্ঠীর শুভলগ্নে শ্বশুরের কাছ থেকে ঘাড় ধাক্কা খেলেন জামাই

আরও কত কি দেখার বাকি আছে সেদিকেই তাকিয়ে রয়েছেন নিন্দুকেরা৷ তাঁদের কথায়, ‘‘প্রচারে থাকার চূড়ান্ত অপচেষ্টা বললেও কম বলা হয়!’’

0
525

সুমন বটব্যাল, কলকাতা: জামাই ষষ্ঠীর শুভলগ্নে আমি থেকে ‘আমরা’ এবং সোশ্যাল সাইটে ‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়’ থেকে ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’ এ উর্ত্তীণ হয়েছেন তিনি। কাকতালীয়ভাবে এদিনই রত্নার বাবা থুড়ি শ্বশুরমশাইয়ের কাছ থেকে ফ্ল্যাট ছাড়ার আইনি নোটিস পৌঁছেছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে৷ যা দেখে নেট নাগরিকদের একাংশ রসিকতার সুরে টিপ্পনি কেটেছেন, ‘জামাই ষষ্ঠীর শুভলগ্নে শ্বশুরের কাছ থেকে ঘাড় ধাক্কা খেলেন বৈশাখীর শোভন৷’

আরও পড়ুন: প্রকাশ্যে এল যশ নুসরতের জামাইষষ্ঠীর ছবি

- Advertisement -

প্রসঙ্গত, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে৷ বেহালায় শোভনের বাড়িতেই রয়েছেন তৃণমূলের বিধায়ক রত্না৷ অন্যদিকে দীর্ঘদিন ধরে রত্নার ভাই অর্থাৎ প্রাক্তন স্ত্রীর শ্যালকের গোলপার্কের বাড়িতে রয়েছেন শোভন৷ তবে একা নয়, তিনি রয়েছেন যুগলে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ রত্নার বাবা তথা তৃণমূলের বিধায়ক দুলালবাবু বলেন, ‘‘ওটি আমাদের পারিবারিক ফ্ল্যাট৷ ফ্ল্যাট ছাড়ার কথা আগেও বলা হয়েছিল৷ আজ আবার জানালাম৷ এবার আমরা আইনি পথে হাঁটব৷’’

আরও পড়ুন: নিজের যাবতীয় সম্পত্তির মালিকানা বৈশাখীকে দিলেন শোভন চট্টোপাধ্যায়

ঘটনাচক্রে এদিনই আমি থেকে ‘আমরা’তে নিজেকে উর্ত্তীণ করেছেন শোভন বান্ধবী বৈশাখী৷ তারপরই রত্নার পরিবারের তরফে ফ্ল্যাট ছাড়ার চূড়ান্ত পত্র পৌঁছানোর বিষয়টিকে পাল্টা আঘাত হিসেবেই দেখছেন কোনও কোনও মহল৷ কেউ কেউ আবার টিপ্পনির সুরে বলছেন, ‘‘পরিস্থিতির সঙ্গে কত কিছুই না বদলে যায়৷ এক সময় এই জামাইষষ্টীর দিনে যেবাড়িতে শোভনের যত্ন আত্তিরে খামতি হত না, এখন সেখান থেকেই কার্যত ঘাড়া ধাক্কা জুটছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের’৷

আরও পড়ুন: ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের জের, পুলিশি জেরার মুখে ‘জাত গোখরো’

প্রসঙ্গত, বছর খানেক আগে একবার গোলপার্কের ফ্ল্যাটের নিচে এসে বিক্ষোভও দেখাতে গিয়েছিল রত্নাকে৷ অভিযোগ করেছিলেন, ‘‘তাঁর পারিবারিক ফ্ল্যাট দখল করে রয়েছে শোভন৷’’ তবে নারদ কাণ্ডে শোভনের গ্রেফতারির পর রত্নার অতিসক্রিয়তা দেখে অনেকেই ভেবেছিলেন, সবকিছু ভুলে রত্না ফের শোভনকে আঁকড়ে ধরে বাঁচতে চান৷ কিন্তু সেখানেও বৈশাখীর ‘এন্ট্রি’ এবং তার অব্যাহতি পরেই এসএসকেএমে শোভনের কেবিনে রত্নার প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷

তারপর থেকেই ফের দু’তরফের মধ্যে তিক্ততা এবং দূরত্ব, বাড়ছিল দুটোই৷ তবে তিক্ততা যে একেবারে জামাই ষষ্ঠীতে এসে পৌঁছাবে তা বোধহয় কল্পনাও করেননি উভয়পক্ষই৷ ইতিমধ্যে নিজের সম্পত্তির মালিকানা বান্ধবী বৈশাখীর হাতে সমর্পণ করেছেন শোভন৷ স্বভাবতই, আরও কত কি দেখার বাকি আছে সেদিকেই তাকিয়ে রয়েছেন নিন্দুকেরা৷ তাঁদের কথায়, ‘‘প্রচারে থাকার চূড়ান্ত অপচেষ্টা বললেও কম বলা হয়!’’ যদিও এবিষয়ে শোভনবাবুর বা তাঁর বান্ধবীর অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেননি৷ ‘অতীত’ সম্পর্কে মন্তব্য করতে চাননি রত্নাদেবীও৷