প্রকাশ্যে এল যশ নুসরতের জামাইষষ্ঠীর ছবি

0
278

খাস ডেস্ক: নুসরত জাহান এবং নিখিল জৈনের বিয়ের বৈধতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠে চলেছে।  এসবের মধ্যে হঠাৎই ভাইরাল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তর জামাইষষ্ঠীর ছবি। ব্যাপারটা কি? গত বছর থেকেই টলিউডে একের পর এক বিয়ের সানাই বেজেছে।

তাই এই বছর বহু অভিনেতা-অভিনেত্রীর জীবনের প্রথম জামাই ষষ্ঠী। যদিও আজ বহুদিন পর আবার শুরু হয়েছে শুটিং। আবার শুটিংয়ের পৌঁছনোর আগেই জামাইষষ্ঠী সেরে ফেলেছেন, আবার কেউ শুটিং শেষ করে শ্বশুর বাড়ি পৌঁছাবেন।

- Advertisement -

তবে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের জামাইষষ্ঠীর একটি বিশেষ ছবি। যেখানে দেখা যাচ্ছে টেবিলে বসে খাচ্ছেন যশ এবং নুসরত। প্রথম ঝলকে দেখে বেশ অবাক লাগলেও ভাল করে দেখলে বোঝা যায় এ আর কিছুই নয় এডিটের খেলা।

যশ এবং নুসরতের বহু পুরনো ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের অনুরাগীরা। যদিও সেই নকল ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্ক নিয়ে একাধিক মানুষ নানান মন্তব্য করলেও কখনো এই বিষয়ে মুখ খোলেননি যশ বা নুসরত।

তবে নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর থেকে যশ এবং নুসরতকে নিয়ে কথা আরও বেড়ে গিয়েছে। যদিও পুরোটাই নুসরতের ব্যক্তিগত জীবন। তবুও নুসরত-নিখিল একে অপরের বিরুদ্ধে মুখ খোলার পর থেকে এখন আর তাঁদের সম্পর্ক ব্যক্তিগত নেই। এসব ঘটনার জন্যই যশ এবং নুসরতের অনুরাগীরা মজা করে এই ছবিটি বানান। যা ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল