পুলিশ FIR করে ভুল করেনি, লালনের মৃত্যুতে সিবিআইয়ের দায় নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

‘সিবিআই হেফাজতে কারও মৃত্যু হলে সেটা কখনই সাধারণ মৃত্যু নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থার থেকেই যায়। লালন শেখের মৃত্যু নিয়ে পুলিশ এফআইআর করে কোনও ভুল করেনি। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যথার্থ কাজই করেছে পুলিশ।’

0
39
partha chatterjee

কলকাতা: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় পুলিশ এফআইআর করে কোনও ভুল করেনি৷ নিজের দায় এড়িয়ে যেতে পারে না সিবিআই৷ শুক্রবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সামনে এনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী৷ বগটুই গণহত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের ডিআইজি এবং এএসপি-সহ মোট ৭ জনের নামে এফআইআর রুজু করেছিল পুলিশ৷ এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য এফআইআর করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীদের একাংশ৷ এই সংক্রান্ত মামলার শুনানিতেই এদিন এমন পর্যবেক্ষণ সামনে এনেছেন বিচারপতি৷

প্রসঙ্গত, রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিআইডি তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পাশাপাশি সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে আদালতকে না জানিয়ে রাজ্য কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বস্তুত, হেফাজতে অকথ্য অত্যাচারের চোটে মৃত্যু হয়েছে বগটুই গণহত্যার অন্যতম মূল অভিযুক্ত লালন শেখের৷ পরিবারের এই দাবিকে নসাৎ করে দিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট৷ রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রের খবর, লালনের দেহে আঘাতের কোনও চিহ্ন পাননি চিকিৎসকেরা৷ রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে, ঝোলার কারণেই লালনের ফাঁস লেগে মৃত্যু হয়েছে৷ আঘাতের কোনও চিহ্ন নেই৷

- Advertisement -

তবে একই সঙ্গে এই প্রশ্নটিও সামনে আসছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন একজন অভিযুক্ত কীভাবে আত্মহত্যা করতে পারে? এদিন পরোক্ষে এই বিষয়টিই নিজের পর্যবেক্ষণে সামনে এনেছেন বিচারপতি৷ স্পষ্ট করে দিয়েছেন, এভাবে নিজেদের দায় সিবিআইও এড়িয়ে যেতে পারে না৷ আদালত সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানিতে লালন শেখের মৃত্যু প্রসঙ্গ উঠে আসে। আদালতের কাছে সিবিআইয়ের আইনজীবী ডিপি সিং দাবি করেন, ‘অন্য একটি মৃত্যুর মামলায় (লালন শেখের) গরু পাচার কাণ্ডের তদন্তকারী আইও-কে যুক্ত করা হয়েছে। তাঁকে ফাঁসানো হচ্ছে।’ এরপরই বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘সিবিআই হেফাজতে কারও মৃত্যু হলে সেটা কখনই সাধারণ মৃত্যু নয়। আত্মহত্যা হলেও সেই দায় তদন্তকারী সংস্থার থেকেই যায়। লালন শেখের মৃত্যু নিয়ে পুলিশ এফআইআর করে কোনও ভুল করেনি। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে যথার্থ কাজই করেছে পুলিশ।’

আরও পড়ুন: আসানসোল কাণ্ডে নাম নেই শুভেন্দুর, নেটিজেনরা বলছেন, ‘সেটিংয়ের তত্ত্ব