হুটার বাজিয়ে কলকাতার উপনগীর দাপিয়ে বেরোল পুলিশ

0
118

পলাশ নস্কর, কলকাতা: রাত পোহালেই পঞ্চম দফার শনিবাসরীয় নির্বাচন। কনভয় নিয়ে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের টেকনো সিটি থানা এলাকায় ঘুরে বেরালেন টেকনো সিটি থানার পুলিশ ও উচ্চ পদস্থ আধিকারিকরা। জমায়েত দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে। রীতিমত হুটার বাজিয়ে এলাকায় ঘুরে বেরোলো পুলিশের ১২ টি গাড়ির কনভয়।

আরও পড়ুন: west bengal assembly election 2021 : শীতলকুচির অডিও ক্লিপ নিয়ে মুখ খুলল তৃণমূল

- Advertisement -

জটলা যে ছিল না, তা নয়৷ সেই কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে৷ বোধ হয়, সোর্স মারফৎ খবর পৌঁছেছিল উর্দিধারীদের কাছেও৷ তা না হলে এরকম আচমকা নিশি-অভিযান কেন? মুচকি হেসে পুলিশের এক শীর্ষ কর্তা বললেন, ‘‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই! আমাদের অবস্থাও সেরকমই৷ একদিকে কমিশন অন্যদিকে রাজনৈতিক দলের অভিযোগের পর অভিযোগ৷ নাস্তানাবদু হওয়ার জোগাড়৷ তা না হলে দিনভর অক্লান্ত পরিশ্রমের পর কাহাঁতক রাতের ধকল কেউ কি নিতে চায়!’’

আরও পড়ুন:  west bengal assembly election 2021 : দুর্নীতি ঢাকতে বিশ্বভারতীকে হাতিয়ার করে তৃণমূল, দাবি অনির্বাণের

আজ অর্থাৎ শনিবার কলকাতা শহর ও শহরতলি লাগোয়া একাধিক কেন্দ্রে রয়েছে নির্বাচন৷ ভোটগ্রহণ হবে কলকাতার উপনগরী রাজারহাট-নিউটাউন, রাজারহাট-বিধাননগর, রাজারহাট-গোপালপুর এলাকায়৷ এছাড়াও ভোট হবে কামারহাটি, বরানগর, দমদম, মধ্যমগ্রাম এবং বারাসতে৷ স্বভাবতই, অতীতের অশান্তি থেকে শিক্ষা নিয়ে ভোট-পর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য বাহিনীকে নির্দেশ পাঠিয়েছিল লালবাজার।

লালবাজার সূত্রের খবর, ভোটে গোলমালের আশঙ্কা রয়েছে এমন জায়গায় গত দুদিন ধরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি৷ একই সঙ্গে বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ডিভিশনের ডিসি ছাড়াও অন্য ডিসিদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে থেকেই পুলিশ পিকেট বসানো হয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷ চলছে জোর কদমে তল্লাশি অভিযানও৷ শহর ও শহরতলির একাধিক জায়গায় ইতিমধ্যে চালানো হচ্ছে নাকা তল্লাশি৷

ভোটের দিন গোলমাল রুখতে একাধিক জায়গায় বসানো হচ্ছে পুলিশ পিকেট৷ থাকছে মোটরবাইক বাহিনীও৷ কোথাও কোনও গোলমালের খবর পেলেও দ্রুততার সঙ্গে তাঁরা পৌঁচে যাবেন কুস্থলে৷ উদ্দেশ্য একটাই, অবাধ ও শান্তির ভোট সম্পন্ন করা৷ ইতিমধ্যে বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা৷ রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও৷