অর্পিতার ফ্ল্যাটের কোটি টাকার ‘মালিক’ Kuntal Ghosh, মুখোমুখি জেরার ভাবনা

0
73
Kuntal Ghosh

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তদন্তকারী সংস্থা ইডির৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘স্পেশ্যাল বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ৫০ কোটি টাকার মধ্যে ছিল কুন্তলের (Kuntal Ghosh) টাকাও৷ তদন্তে নেমে এই বিষয়ে বেশ কিছু তথ্য তদন্তকারী সংস্থা ইডির হাতে এসেছে বলেই সূত্রের খবর৷ ওই তথ্য যাচাইয়ে এবার পার্থর পাশাপাশি কুন্তলকে অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা যাচ্ছে৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে সরাসরি ১৩০জনের কাছ থেকে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। অন্যদিকে কোর্ট থেকে চাকরির অর্ডার করিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে আরও ১২০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছিলেন কুন্তল। সব মিলিয়ে চাকরির নাম করে তোলা টাকার পরিমাণ কয়েক কোটি৷ ইতিমধ্যে তদন্তকারীদের নজরে কুন্তলের ২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ সেখানে হদিশ মিলেছে প্রায় সাড়ে ৬ কোটি টাকার।

- Advertisement -

ইডির দাবি, ওই বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে ডিপোজিট করার পর আবার অনত্র্য ট্রান্সফার করা হয়। এই টাকার উৎস কী? কাকে লেনদেন করা হয়েছে? আপাতত কুন্তলকে জেরা করে এই বিষয়েই পূর্ণাঙ্গ তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা৷ কুন্তলের বাড়ি থেকে ডিসেম্বরের টেটের ২৫০ ওএমআর শিট উদ্ধারের ঘটনার নেপথ্যেও শিক্ষা দফতরের কেউ জড়িত রয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ তদন্তকারী সংস্থার এক কর্তার কথায়, ‘‘কুন্তলের (Kuntal Ghosh) দৌলতে নিয়োগ দুর্নীতির অনেক জটই এবার ছাড়তে পারে৷ যেমন অপার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ ৫০ কোটির আসল তথ্য এবার সামনে আসতে পারে!’’

আরও পড়ুন: আরাবুলকে গ্রেফতারের দাবি, কি বললেন আব্বাস সিদ্দিকি