মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

0
61
DA

কলকাতা: সঠিক পদ্ধতি মেনে করা হয়নি নির্বাচন৷ তাই ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের হওয়া নির্বাচনকে অবৈধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷ বুধবার শুনানি শেষে এমনই নির্দেশ জারি করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷ আদালতের এই রায়ের জেরে অচল হতে চলেছে এতদিন ধরে চলা কাউন্সিলের কমিটি৷ স্বভাবতই বিষয়টি ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য-রাজনীতি মহলে৷

এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতি তাঁর নির্দেশে বলেন, ২০১৮ সালে সঠিক পদ্ধতি মেনে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন হয়নি৷ তাই নতুন করে নির্বাচন করতে হবে । এর জন্য আদালতের পর্যবেক্ষণে অ্যাডহক কমিটি তৈরিরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত সূত্রে জানা গিয়েছে, এতদিন ধরে চলা মেডিক্যাল কাউন্সিলের কমিটির দায়িত্ব ১ অগস্ট থেকে সামলাবে নয়া অ্যাডহক কমিটি৷ তাঁরাই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন৷ পুরো প্রক্রিয়াটাই হবে আদালতের পর্যবেক্ষণে৷ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷ যাতে ১ নভেম্বর থেকেই নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি । নির্বাচন না হওয়া পর্যন্ত শুধুমাত্র আর্থিক বিষয়ে অ্যাডহক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি৷

- Advertisement -

বস্তুত, নির্দিষ্ট আইন মেনে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন মামলাকারী কুণাল সাহা৷ যদিও সেই সময় মেডিক্যাল কাউন্সিলের তরফে কুণালেপ নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়৷ বলা হয়, উনি একজন প্রবাসী ভারতীয় অর্থাৎ বিদেশী৷ তাই তিনি এভাবে মামলা করতে পারেন না৷ যদিও দীর্ঘ শুনানি পর্ব শেষে এদিন কুণালের অভিযোগের স্বপক্ষেই আদালতের রায় সামনে আসায় বেজায় অস্বস্তিতে মেডিক্যাল কাউন্সিলের কর্মকর্তারা৷ যদিও আদালতের রায়ের বিষয়ে কেউই কোনও মন্তব্য করতে চাননি৷

আরও পড়ুন: শুভেন্দু গড়ে নির্দল কাউন্সিলরকে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ