Fire : চেতলার বস্তিতে ভয়াবহ আগুন, ঝলসে গেল দুই শিশু

0
128

কলকাতা: চলছে উৎসবের মরশুম৷ তারই মাঝে আগুনে ঝলসে গেল দুই শিশু সহ চারজন৷ জুম্মা বারের দুপুরে ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনাটি ঘটেছে চেতলা এলাকার বস্তিতে৷

ঘটনায় দুই শিশু সহ একই পরিবারের চারজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি নিজে তৎপর হয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷

- Advertisement -

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে৷ তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় সমস্যায় পড়েছেন দমকল কর্মীরা৷ ইতিমধ্যে বস্তির আশেপাশের বাসিন্দাদেরও সেখান থেকে সরানো হয়েছে৷ কিভাবে লাগল আগুন? প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, সিলিন্ডারের গ্যাস লিক করেই এমন ঘটনা ঘটে থাকতে পারে৷

সূত্রের খবর, এদিন সওয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে৷ ঝুপড়ির একটি ঘর থেকে কালো ধোঁওয়া বের হতে থাকে৷ তারপরই দাউ দাউ করে আগুন৷ ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ততক্ষণে আগুন ঝলসে গিয়েছেন একটি পরিবারের দুই শিশু সহ চারজন৷ প্রসঙ্গত, ক’দিন আগেই পার্ক সার্কাসের একটি রেস্তরাঁয় আগুন লেগেছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুনের ঘটনা৷

আরও পড়ুন: Mumbai : নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন, ১৭ তলার রেলিং থেকে হাত ফস্কে পড়ে গেলেন এক ব্যক্তি