‘কাল রাতেই সরকার পড়ে যাচ্ছিল’ মমতার মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে

0
221
mamata banerjee kolkata book fair

পূর্ব বর্ধমান: দুই জেলা জুড়ে পাহাড় প্রমাণ কৃষকবন্ধু। বছরে ১০ হাজার টাকা করে দেয় তৃণমূল সরকার। ৩৫ হাজার খাদ্যসাথী, বিনা পয়সায় রেশন, ২৩ হাজার স্বাস্থ্যসাথী, সাত হাজার কন্যাশ্রী, ৪,৬০০ ঐক্যশ্রী। এমনকি চোখের আলোতে প্রচুর মানুষকে চশমাও দেওয়া হচ্ছে। বর্ধমানে আরও সুস্বাস্থ্য কেন্দ্র। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ। পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এমনই জানালেন।

আরও পড়ুন ব্রিটিশ রাজতন্ত্রের গালে সপাটে চড় অস্ট্রেলিয়ার, মুদ্রায় থাকবে না রাজা-রানির ছবি

- Advertisement -

মমতা(Mamata Banerjee) পূর্ব বর্ধমানের মঞ্চ থেকে সরকার পড়ে যাচ্ছিল এই মন্তব্য করে বলেন, কাল রাতেই সরকার পড়ে যাচ্ছিল। কারণ শেয়ার মার্কেটে ধস নেমেছিল। ৬-৮টা ফোন করে শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ওপর আক্রমণ করে মমতা এই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকার এই শেয়ার বাজারের ওপর নির্ভর করেই চলে বলেও তিনি মন্তব্য করেন। এবং এই শেয়ার বাজারে ধস নামার ফলে কেন্দ্রীয় সরকারের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বলে দাবি করেন্মুখ্যমন্ত্রী। সে কারণে শেয়ার কিনতে বলারও নাকি নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন WhatsApp ব্যবহার করলে মুছে ফেলতে হবে Facebook অ্যাকাউন্ট, কি জানাল Supreme Court

এই মন্ত থেকেই তিনি আরও জানান, চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষা করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছে, বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি সেখানে। নির্বাচন এলে ২ কোটি মানুষকে চাকরি দেব, আর চলে গেলে ২ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। সরকার তো কালই প্রায় পড়ে যাচ্ছিল, শেয়ার বাজারে ধস নেমেছিল। কাউকে কাউকে অনুরোধ করে, আমরা জানি তারা কারা, নামগুলো বলতে চাই না, ৬-৮ জনকে ফোন করে বলেছে, যাদের শেয়ার পড়ে যাচ্ছে, তাদের কাউকে ২০ হাজার কোটি টাকা দাও, কাউকে বলেছে ২৯ হাজার কোটি টাকা দাও, কাউকে ১০ হাজার কোটি টাকা দাও, এই দিয়ে সরকার চলে। এমনকি এই সরকারের কোনও প্ল্যানিং নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন ‘সংগ্রাম করেছি’, দু’বছর পর জেল থেকে বেড়িয়ে বললেন কেরলের সাংবাদিক Siddique Kappan