মুকুলকে টপকে বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু

0
482

সুমন বটব্যাল, কলকাতা: মিল অনেক, অমিলও৷
বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি৷ তবে দু’জনেই নিজেদের বিধানসভায় জয়ী হয়ে বজায় রেখেছেন ব্যক্তিগত ‘মান’৷ দু’জনেই তৃণমূলের প্রাক্তন দাপুটে নেতা৷ এবং বর্তমানে দু’জনেই প্রকাশ্য জনসভায় নিজেদের বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন৷

আরও পড়ুন: তৃণমূল যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন মুকুল

- Advertisement -

তবে সুবক্তা হিসেবে মুকুল রায়কে কয়েক যোজন পিছনে ফেলে এগিয়ে রয়েছেন অনুজ৷ তাঁর ওপর আবার, তৃণমূলের ভরা জমানায় স্বয়ং মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন তিনি৷ অবিবাহিত হওয়ার দৌলতে কার্যত ঝাড়া হাত-পা৷ ফলে বিরোধী দলনেতার দৌড়ে তৃণমূলের প্রাক্তন চাণক্য মুকুল রায়কে কয়েক যোজন পিছনে ফেলে এগিয়ে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক৷ বঙ্গ বিজেপির অন্দরের খবর: মুকুল রায় নয়, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সর্বসম্মতিক্রমেই চূড়ান্ত করা হয়ে গিয়েছে৷ এখন প্রয়োজন শুধু অনুমোদনের৷

আরও পড়ুন: বিজেপির কালো টাকা প্রসঙ্গে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ফলে এখনই এবিষয়ে সরাসরি মন্তব্য করতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন, ‘‘আমাদের দলের একটা সিস্টেম আছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে আমরা সেটা বলতে পারব না৷ তবে এটুকু নিশ্চিতভাবেই বলছি, বিধানসভার ভিতরে বাংলার মানুষের কথা বলার জন্য আমাদের প্রত্যেক বিধায়কের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকেই বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করবেন শীর্ষ নেতৃত্ব৷’’

মুকুল বাবুর প্রতিক্রিয়া মেলেনি৷ আর শুভেন্দু বলছেন, ‘‘পদের লোভ শুভেন্দু অধিকারী করে না৷ মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছি৷ জীবনের শেষ দিন পর্যন্ত সেই কাজেই লিপ্ত থাকব৷’’ প্রসঙ্গত, গেরুয়া শিবিরের একটা বড় অংশের নেতৃত্ব, কর্মী, সমর্থকেরাও চাইছেন, শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে৷ কেন? তাঁদের কথায়, সাম্প্রতিক অতীতে তৃণমূলের অন্দরের খবর তিনি অনেক ভাল জানেন৷ ফলে বিধানসভার অলিন্দে শাসককে কথায় জব্দ করার দিক থেকে তিনি অন্যদের থেকে যে কয়েক কদম এগিয়ে থাকবে তা বলাইবাহুল্য৷ এখন অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমতির৷