বিদ্যাসাগরের প্রয়াণ দিবসেও রাজনৈতিক চর্চা

0
60

খাস খবর ডেস্ক: ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে কলেজ স্কোয়ারে পৌঁছলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন তিনি।

বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার ঘটনাকে প্রকাশ্যে তুলে ধরলেন ফিরহাদ। তিনি বলেন, ‘বহিরাগতরা নিজেদের শক্তি প্রমাণ করার জন্য বাংলার মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগরকে অপমান করেছেন। সেই মহাপুরুষের মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছেন। এই নক্কারজনক ঘটনাকে স্মরণ করে তিনি জানালেন এই মহান ব্যক্তির মূর্তি ভেঙে তাঁকে অপমান করা যায় না। বাংলার মাটিকে অবমাননা করা যায়না। বাংলা একদিন তার ধর্মনিরপেক্ষতা গোটা ভারতের সামনে তুলে ধরবে।’

- Advertisement -

আরও পড়ুন: ওষুধের চোরাচালান করতে গিয়ে বিএসএফের জালে জড়াল এক যুবক


অন্যদিকে, আজ হাওড়ায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে, এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের সামনে বেশ কিছু মানুষ আজ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ, অভিজিৎ মন্ডল, মানস মন্ডল সহ অন্যান্য ব্যক্তিত্বরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের জীবনের নানা দিক সকলের সামনে তুলে ধরেন।