১০ থেকে নম্বর বেড়ে ৪০, OMR বিতর্কে হলফনামা দেখে ‘বিস্মিত’ বিচারপতি গঙ্গোপাধ্যায়

0
65
Justice Abhijit Gangopadhya

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট বিকৃতির অভিযোগে বাতিল করা হয়েছে চাকরি। এবার OMR শিট বিকৃতির অভিযোগ উঠল SSCর গ্রপ সি নিয়োগের ক্ষেত্রেও। শুক্রবারেই এই মামলায় হলফনামা জমা দেওয়া হয়। এরপরেই হলফনামা জমা পড়তেই বিস্মিতি হয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘এটা কি করে সম্ভব?’ হলফনামা দেখার পরে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay) ।

আরও পড়ুন ভোট মিটতেই অশান্তি, বাঁশ দিয়ে মার পুলিশ আধিকারিককে, বাদ গেল না তাঁর দেহরক্ষীও, অভিযোগ

- Advertisement -

উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা NYSA আর কমিশনের সার্ভারের নম্বরের মধ্যে বিস্তর পার্থক্য। দেখা যাচ্ছে, কমিশনের সার্ভারে যে প্রার্থী পেয়েছেন ১০ NYSAর সার্ভারে সেই নম্বর বেড়ে হয়েছে ৪০। এই অবস্থা দেখে রীতিমতো বিস্মিত বিচারপতি। এই মামলাতেও কমিশনকে OMR শিট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay) সে সব নমুনা দেখে বলেছিলেন, ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল।’

আরও পড়ুন সাইবার ক্রাইম অফিসারের নাম করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার ৩

শুক্রবারের শুনানিতে এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhyay) জানিয়েছেন, এই দুর্নীতি নিয়ে সব থেকে বেশি ভালো বলতে পারবেন সুবীরেশ ভট্টাচার্য, কারণ তিনিই সে সময় চেয়ারম্যান ছিলেন। CBIর উচিত এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা। উল্লেখ্য, সিবিআই ও কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গাজিয়াবাদ থেকে ৩৪৭৮ টি ওএমআর উদ্ধার করা হয়েছে। কমিশন হলফনামায় জানিয়েছে, এর মধ্যে ৩০০ টি ওএমআর বিকৃত করা হয়নি। আগামী ৯ মার্চ বাকি ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত।