Netaji Tablo: এই কারণে নেতাজি ট্যাবলো মামলা খারিজ করে দিলে আদালত

0
118

কলকাতা: প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেড থেকে বাতিল হয়েছে বাংলার ট্যাবলো। কি কারণে ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রামপ্রসাদ সরকার। কিন্তু দেরি করে মামলা করায় রাজ্যের দায়ের করা ট্যাবলো মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই সিদ্ধান্ত জানাল ভারপ্রাপ্ত ডিভিশন বেঞ্চ।

সোমবার দুপুর ২ টো নাগাদ হাইকোর্টের ওয়েবসাইটে ট্যাবলো মামলার রায় প্রকাশ করা হয়। এই মামলায় আদালত কোনও হস্তক্ষেপ করবেনা বলেও জানিয়ে দেওয়া হয়। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে, একদিন বাদ দিলেই ২৬ জানুয়ারি। এই সময়ে কোনও নির্দেশ দেওয়া যায়না। বাংলার ট্যাবলো বাতিল সংক্রান্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি কেন্দ্র। এ নিয়ে কেন ট্যাবলো বাদ পড়ল তা জানতে চাওয়া হয় কেন্দ্রের আইনজীবীর কাছে।

- Advertisement -

কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতে জানান, নেতাজিকে অসম্মান করা কখনোই কেন্দ্রের উদ্দেশ্য নয়। যদিও এরপরেও বাতিলের কারণ এখনও পরিষ্কার নয়।

দিল্লির কুচকাওয়াজ থেকে ট্যাবলো বাদ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে মোদীকে চিঠি পাঠায়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মমতার চিঠির উত্তর দিলেও তা সন্তোষজনক ছিলনা।