বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, বিস্ফোরক Madan Mitra

0
49

কলকাতা: প্লেন দুর্ঘটনায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়নি৷ দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী যার হওয়ার কথা ছিল সেই কি না রাশিয়ার জেলে পচে মরল!

রবিবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে আমরা সবাই ক্লাবের তরফে নেতাজির ১২৫ জন্মজয়ন্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই এই বিস্ফোরক দাবি সামনে আনেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ নিজের ফেসবুক লাইভ থেকে অনুষ্ঠানটি সম্প্রচারও করেন তিনি৷

- Advertisement -

অনুষ্ঠান মঞ্চে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে মদন মিত্র বলেন, ‘‘১৯৪৫ সালে পরিকল্পিতভাবে রটিয়ে দেওয়া হয়েছিল যে প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছেন৷ কিন্তু ১৯৫০ সালে ভারতের প্রতিনিধি দল রাশিয়ায় তদন্তে গিয়ে দেখে, সেখানকার জেলখানায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সেখানে একজন বন্দি ছিল, যার নাম সুভাষচন্দ্র বসু৷’’

এরপরই মদনের বিস্ফোরক দাবি, ‘‘দেশের প্রথম প্রধানমন্ত্রী যার হওয়ার কথা ছিল সেই কি না জেলে পচে পচে মরল!’’ অভিযোগ করেছেন, ‘‘নেতাজি মৃত্যু রহস্য উদঘাটনে কংগ্রেস থেকে বিজেপি কোনএ সরকার সদর্থক ভূমিকা পালন করেনি৷’’ করোনার সঙ্গে বিজেপিকে তুলনা করে বলেছেন, ‘‘করোনা পজেটিভের নাম বিজেপি পজেটিভ!’’ আমার সবাই ক্লাবে মদন মিত্রের বক্তৃতা সহ সমগ্র অনুষ্ঠানটি এদিন মদনবাবুর ফেসবুক পেজ থেকে লাইভও করা হয়৷ স্বাভাবিকভাবেই যা নিয়ে জল্পনা তুঙ্গে৷

কারণ, ক’দিন আগেই ফেসবুক থেকে মদনবাবু দাবি করেছিলেন, বিশেষ কারণে আগামী ৩০ জুন পর্যন্ত তিনি ফেসবুকে নিজের ‘ফেস’ দেখাবেন না৷ তাহলে এটা কি হল? সেই ‘বিশেষ কারণ’ কি তবে মিটে গেল এত তাড়াতাড়ি? এমনই হাজারো জল্পনা শুরু হয়েছে তার অনুগামী মহলে৷ যদিও এবিষয়ে মদনবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

আরও পড়ুন: এই কারণে Facebook সহ সোশ্যাল সাইটে দেখা যাবে না মদন মিত্রকে