টিটাগড়ে ফের শ্যুট আউটে জখম নিহত মণীশ ঘনিষ্ঠ ব্যবসায়ী

0
670

অলোক ঘোষ, ব্যারাকপুর: ফের প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর বিধানসভার এস ভি পথ রোড এলাকা। এবার গুলিবিদ্ধ হলেন নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার ঘনিষ্ঠ বন্ধু পেশায় দর্জি ওয়াই মধু বাবু রাও (৫৪)।

আরও পড়ুন: মোদীর সভায় না গিয়েও বিস্ফোরক দিব্যেন্দু

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: এস ভি পথ রোডে তাঁর দর্জির দোকানের ভেতরে ঢুকে তিনজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে। গুলির আওয়াজ ও চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চিকিৎসক চন্দ্রমনি শুক্লা।

বিজেপি প্রার্থী বলেন, ‘‘তৃণমূল জানে এখানে ওদের পরাজয় নিশ্চিত৷ তাই গুলির শাসন কায়েম করে ভয় ভীতির পরিবেশ তৈরি করে ভোটে জেতার চেষ্টা শুরু করেছে৷ ওরা মানুষজনকে ভোট দিতে দেবে না। যাকে গুলি করা হয়েছে সে মনীশের ঘনিষ্ঠ ছিল । মণীশ জামা কাপড় এই মধুর কাছ থেকেই সেলাই করত।’’

স্থানীয়রা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যাতেও মধুবাবু তাঁর টেলারিংয়ের দোকান খুলে ব্যবসা করছিলেন। অভিযোগ, সেই সময় তিনজন দুষ্কৃতী মধুর দোকানের ভেতর ঢুকে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি মধুর পেটের নিচে লাগে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনার জেরে এলাকায তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

গুলিবিদ্ধ ওয়াই মধু রাওকে প্রথমে নিয়ে যাওয়া হয়ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে৷ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷ চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷ পুলিশ সূত্রের খবর, ঘটনায় তিনজন কুখ্যাত দুষ্কৃতী জড়িত রয়েছে৷ তাঁদের খোঁজে চলছে তল্লাশি৷ গুলিবিদ্ধ দর্জি ব্যবসায়ী বিজেপি সমর্থক বলে দাবি করেছে বিজেপি। যদিও টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক জানিয়েছে, “এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই । বিজেপি এই ঘটনাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে । যিনি জখম হয়েছে তিনি কোন দলেরই সক্রিয় কর্মী নন । কি কারনে এই ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করে সত্যতা বের করবে ।”