পুজোর থিমেও জায়গা করে নিচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মণ্ডপে থাকছে বড় চমক

0
195

খাস খবর ডেস্ক: পুজো আসতে বাকি আর মাত্র কিছুদিন। ইতিমধ্যেই কাঠামো পুজো ও খুঁটি পুজো হয়ে গিয়েছে। ক্লাব কর্তারা থিম নিয়ে মেতে উঠেছেন। কোভিড পরিস্থিতি তো কি হয়েছে? উৎসবের আনন্দে কখনই ভাঁটা পড়ে না। তাই এবারের পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গামূর্তির দেখা মিলবে।

বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির এবারের থিম ‘তুমিই ভরসা’। সেই থিমেরই অন্তর্গত এই বিশেষ মূর্তি। সূত্রের খবর, ফাইবার গ্লাসের তৈরি মূর্তিটি অবশ্য পুজো করা হবে না। পুজোর জন্য তৈরি হচ্ছে আলাদা মূর্তি।

- Advertisement -

কেমন হবে মমতারূপী দুর্গামূর্তিটি? ইতিমধ্যেই উন্মাদনা ছড়িয়েছে সকলের মধ্যে। সাদা শাড়ি পরিহিত মূর্তিটির দশ হাতে থাকবে মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় ১০টি প্রকল্পের নাম। পায়ে থাকবে হাওয়াই চটি। প্রতিমার চালচিত্রে থাকবে ‘বিশ্ব বাংলা’-র লোগো। মণ্ডপ গড়ে উঠবে নতুন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে। প্রতিমা নির্মাণের দায়িত্বে মৃৎশিল্পী মিন্টু পাল আর থিম শিল্পী অভিজিৎ গন।

পুজো কমিটির সদস্যরা একেবারে কোমর বেঁধে প্রস্তুত। তাঁরা জানিয়েছেন, এবছর ৩৮তম বর্ষে পর্দাপণ করল তাঁদের ক্লাবের পুজো। পুজোর আয়োজনের পরিকল্পনা করতে গিয়ে তাঁদের ভাবনায় আসে মমতা সরকারের কথা। শাসকদলের ১০ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর আদলে মূর্তি নির্মাণ করা হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক একাধিক প্রকল্পকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছেন তাঁরা। শুধু তাইই নয়, সরকারি নানা প্রকল্পকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপসজ্জার কাজে।

আরও পড়ুন: ইডির চার্জশিটে শিশির পুত্রের নাম নেই, ক্ষোভ প্রকাশ কুণালের

৩০ ফুট দৈর্ঘ্যের লক্ষ্মীর ঘটের আকারে মণ্ডপকে সাজিয়ে তোলা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে মুখ্যমন্ত্রীর ‘চোখের আলোয়’ প্রকল্পকেও তুলে ধরা হবে। দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনের জন্য এলে তাঁদের একটি অতিকায় চোখের মধ্যে দিয়ে তা দেখতে হবে।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই প্রতি বছর দুর্গাপুজোয় দেখা যায় থিমের প্রতিযোগিতা। এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর আদলে দুর্গামূর্তি এর আগে কখনও তৈরি হয়নি। সেই অভিনব ভাবনাকে সামনে এনে এবারের পুজো পরিকল্পনা করেছেন পুজো উদ্যোক্তারা।