করোনা রুখতে উহানের পথেই হাঁটছে কলকাতা পুরসভা

0
224

কলকাতা: করোনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব৷ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় কয়েক হাজার৷ শরীরে জীবাণু মিলেছে কয়েক লক্ষ মানুষের৷ যার প্রভাব পড়েছে কলকাতাতেও৷ এই ভাইরাস আক্রান্ত হয়ে এখানে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ এরাজ্যে আক্রান্তের সংখ্যা দশ৷

এই ভাইরাস থেকে দেশবাসীকে বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার৷ পাশাপাশি রাজ্য সরকারও একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে৷ যেহেতু এই ভাইরাসের জন্য এখনও সঠিকভাবে কোনো ওষুধ তৈরি হয়নি, তাই আপাতত ঘরবন্দি এর একমাত্র চিকিৎসা পরিষেবা বলে মনে করা হচ্ছে৷

- Advertisement -

তাই করোনা সংক্রমণের বিরুদ্ধে নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে কলকাতা৷ মঙ্গলবার থেকেই মহানগরের রাস্তায় একসঙ্গে ২০টি বড়মাপের জেট-স্প্রে গাড়ি দিয়ে জীবাণুনাশক রাসায়নিক জলে মিশিয়ে ছড়ানো শুরু হবে৷ করোনার গর্ভগৃহ উহান প্রদেশে ব্যাপক হারে এই সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত স্প্রে ছড়িয়েই ভাইরাসকে ধ্বংস করে মৃত্যুর হার কমিয়ে এনেছে চিন৷ তাই তাদের দেখানো পথ অনুসরন করছে কলকাতা৷

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবার গভীর রাতে জরুরি ভিত্তিতে একটি বিখ্যাত সংস্থার মাধ্যমে ওই রাসায়নিক পুরসভার হাতে পৌঁছে গিয়েছে৷ শুধু তিলোত্তমার রাস্তাতেই এই স্প্রে করা হবে না৷ মেশিন ছাড়াও করোনা সংক্রমিত হতে পারে এমন সন্দেহে চিহ্নিত বহুতলের বিভিন্ন ফ্লোরে ওই রাসায়নিক বিশেষ ধরনের ফগিং মেশিন দিয়ে ছড়িয়ে ভাইরাস ধ্বংস করবেন পুরসভার কর্মীরা৷

তিনি আরও জানিয়েছে, এই কাজ শুধু একদিনের জন্য নয়৷ কলকাতায় ডেঙ্গুর প্রকোপ কমাতে যেমন মহানগরের রাস্তায় রাস্তায় স্প্রে দেওয়া হয়৷ ঠিক তেমনি করোনা তাড়ানোর এই স্প্রে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে মহানগরের সমস্ত ঘন জনবসতি, হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের চিহ্নিত এলাকায় দেওয়া হবে৷

মেয়র বলেন, “দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী দলীয় রাজ্যসভার সাংসদদের তহবিলের তরফে ২০টি জেট-স্প্রে গাড়ি দিয়েছিলেন৷ মূলত ওই গাড়িগুলি রাজপথ ধোয়া ও রাস্তার ডিভাইডারের গাছে জল দেওয়ার জন্য ব্যাবহার হওয়ার কথা হয়েছিল৷ কিন্তু এবার করোনা মোকাবিলায় ওই গাড়ির জলে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে শহরের বিভিন্ন ঘনবসতি এলাকায় ছড়ানো হবে৷”