Market Price: সামান্য কমেছে চিকেনের দাম, আজ কত যাচ্ছে শাক সবজির দর…

0
18

খাস ডেস্ক: সপ্তাহের এই দিনে সামান্য কমেছে শাক-সবজির দাম। গত মাসের তুলনায় বেশ কিছুটা কমেছে বাকি আনাজের দামও। মাছ, মুরগির মাংসের দর এখন কিছুটা কমেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে কলকাতায় কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর। (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।

জ্যোতি আলু ২৮-৩০ টাকা প্রতি কেজি (পাইকারি বাজারদর প্রতি কেজি ২০-২২ টাকা), চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা কেজি (পাইকারি বাজারদর প্রতি কেজি ৩১-৩৪ টাকা)। পেঁয়াজ প্রতি কেজি ২৫-৩০ টাকা (পাইকারি বাজারদর প্রতি কেজি ১৫-২২ টাকা), কাঁচালঙ্কা প্রতি কেজি ৮০-১০০ টাকা, আদা প্রতি কেজি ৭০-৮০ টাকা, পাতিলেবু ১০ টাকায় ৪টে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: একাধিক রাশির পারিবারিক অশান্তির সম্ভাবনা, দেখুন আজকের রাশিফল

গাঁটি কচু ২৫-৩০ টাকা কেজি, কুঁদরি প্রতি কেজি ২০ টাকা, উচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, ধনেপাতা ৫ টাকা আঁটি (১৮০-২০০ টাকা কেজি), পুই শাক ১০ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি, পাটশাক ১০ টাকা আঁটি।কুমড়ো প্রতি কেজি ২০-৩০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কেজি, মটরশুঁটি ৩০-৪০ টাকা কেজি, লাউ প্রতি কেজি ৪০ টাকা, ইঁচড় ৪০ টাকা কেজি, শসা ৩০-৪০ টাকা কেজি, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা কেজি।

এদিকে মাছের দাম কার্যত একই রয়েছে। রুই মাছ (গোটা) প্রতি কিলো ১১০-১৫০ টাকা, রুই মাছ (কাটা) প্রতি কিলো ১৬০-২০০ টাকা, কাতলা মাছ (গোটা) প্রতি কিলো ২০০-২৪০ টাকা, কাতলা মাছ (কাটা) প্রতি কিলো ২৬০-৩৫০ টাকা, ভেটকি মাছ প্রতি কিলো ৪২০-৫০০ টাকা।

আরও পড়ুন-Corona update: রাজ্যেও বাড়ছে দৈনিক সংক্রমণ, শীর্ষ স্থানে কলকাতা

তেলাপিয়া মাছ প্রতি কিলো ১০০-১২০ টাকা, ভোলা মাছ প্রতি কিলো ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৫০-২০০ টাকা কিলো, মৌরোলা ৩০০-৩৫০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কিলো ৫৫০-৬০০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কিলো ৬০০-৭০০ টাকা। এছাড়াও মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩০-১৫০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ২১৫ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬২০-৭২০ টাকা।