KMC Election : প্রচারের শেষ বিকেলে ৯৫ নং ওয়ার্ডে ঝড় তুলল বামেরা 

0
75

কলকাতা : শুক্রবার বিকেল পাঁচটায় কলকাতা পুরসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে। তবে এদিন প্রচারের শেষ লগ্নে সব দলই সকাল থেকে ঝাপিয়ে পড়েছিল জনতা জনার্দনের মন জয় করতে। প্রচারে একেবারে শেষ লগ্নে শুক্রবার বিকেল সাড়ে তিনটের সময় রানীকুঠির মোড় থেকে ৯৫ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী অন্বেষা ভৌমিকের সমর্থনে এক মিছিলের আয়োজন করে সিপিএম টালিগঞ্জ ১ এরিয়া কমিটি।

আরও পড়ুন : Priyanka Gandhi : ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কংগ্রেস বিধায়কের নিন্দায় প্রিয়াঙ্কা গান্ধী 

- Advertisement -

প্রচারের শেষ লগ্নের মিছিলে ব্যাপক সাড়া পেয়েছেন বাম প্রার্থী, দাবি সিপিএমের। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম টালিগঞ্জ এরিয়া ১ এর সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায়। বাম পুরবোর্ডের কাজকে মনে করিয়ে দিতেই রানীকুঠি জলের ট্যাঙ্কের সামনে থেকে মিছিল শুরু করা হয়েছিল দাবি বামেদের। তরুণ বাম প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের প্রবীণ বিদায়ী কাউন্সিলর তথা ১০ নং বরোর চেয়ারম্যান তপন দাশগুপ্ত। 

আরও পড়ুন : Asaduddin Owaisi : মহিলাদের বিয়ের বয়স বৃদ্ধির কেন্দ্রের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে অভিহিত করলেন ওয়াইসি

দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে বামেদের কোনও কাউন্সিলর নেই, এবার তরুণ প্রার্থীর হাত ধরে বামেদের মরা গাঙে জোয়ার আসে কিনা এখন সেদিকেই কৌতূহল রাজনৈতিক মহলের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে এগিয়ে থাকলেও এবারের লড়াই একেবারেই হাড্ডাহাড্ডি বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।    

আরও পড়ুন : Election Commission : প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে বৈঠক করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস