International Bookfair 2022: চলতি মাসেই একাধিক চমক নিয়ে শুরু হচ্ছে বইমেলা

0
198

কলকাতা: চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তার আগে রবিবার যাবতীয় প্রস্তুতি করতে কলকাতার বিধাননগরের সেন্ট্রাল পার্কের মাঠ পরিদর্শন করে গেলেন বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্তারা।

আরও পড়ুন: Kolkata’s Second Airport: রাজ্যের গড়িমসিতেই থমকে দ্বিতীয় বিমানবন্দরের কাজ, বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী

- Advertisement -

গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্যান্য কর্তারা এদিন মাঠের খুঁটিনাটি দেখেন। সুধাংশুবাবু জানান, করোনা পরিস্থিতিতে সুরক্ষিতভাবে মেলার আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই গতকাল কাজে নামে গোটা দল। আগামী ১০ তারিখ একটি সাংবাদিক সম্মেলন হবে। ওইদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি।

আসন্ন বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। কলকাতা বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী একত্রে উদযাপন করা হবে।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা WBSEDCL, গ্রাহক হেনস্থায় ক্ষতিপূরণের নির্দেশ

বইমেলা নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। ৬০০ টি স্টল থাকবে। ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্যাভেলিয়নের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ৫০ টি স্টল থাকবে। প্রায় ২০০ টি স্টল থাকবে লিটল ম্যাগাজিনের। স্টলের কারণে মাঠের মধ্যে হাটাচলা করতে যাতে অসুবিধা না হয় সেদিকেও নজর দেওয়া হবে। মাঠের কোথায় ফুড কোর্ট থাকবে, কোথায় প্যাভেলিয়ন ও লিটল ম্যাগাজিনের জায়গা হবে সবকিছুই পর্যালোচনা করা হচ্ছে। করোনা বিধি মেনেই ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত নানা চমক নিয়ে চলবে আন্তর্জাতিক বইমেলা।