Accident: দুর্ঘটনা রুখতে রাজ্যের প্রতিটি জেলায় অভিনব উদ্যোগ নবান্নের

0
44

কলকাতা: সেফ ড্রাইভ, সেভ লাইফ৷ দুর্ঘটনা রুখতে বাংলার তখতে দ্বিতীয় বার বসার পরেই চালু করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ এবার প্রাণহানির ঘটনা রুখতে রাজ্যের জেলায় জেলায় তৈরি হচ্ছে গাড়ির অটোমেটিক ফিটনেস সেন্টার৷ যার সাহায্যে ধরা যাবে গাড়ির ত্রুটি৷ দ্রুত এই সেন্টারগুলি রাজ্যের প্রতিটি জেলায় যাতে তৈরি করা যায় সেজন্য পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ গিয়েছে নবান্ন থেকে৷ নবান্নের সেই নির্দেশ পেয়ে জেলায় জেলায় শুরু হয়েছে জমি খোঁজার কাজ।

নবান্নের এক কর্তা বলেন, ‘‘বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ‘আনফিট’ গাড়ির জন্য ঘটছে দুর্ঘটনা৷ বহু ক্ষেত্রে গাড়ি পরীক্ষা করানো হলেও ম্যানুয়েলই সব সময় তা ধরা পড়ছে না৷ সেক্ষেত্রে যান্ত্রিকভাবে পরীক্ষা করা গেলে ত্রুটি খুব সহজেই ধরা পড়তে পারে৷ তাই দুর্ঘটনা এড়াতে এবিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷’’

- Advertisement -

পরিবহণ দফতর সূত্রের খবর, সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি দুর্ঘটনার তদন্তে নেমে দফতরের কর্তারা নিশ্চিত হন যে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে দুর্ঘটনা৷ খোঁজ নিয়ে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি অনরোড ড্রাইভিংয়ের আগে ম্যানুয়েলই পরীক্ষাও করানো হয়েছিল৷ কিন্তু তাতে কোনও ত্রুটি ধরা পড়েনি৷ ফলে অভিজ্ঞ এবং দক্ষ চালক হলেও যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা রোখা যায়নি৷

নবান্নের এক কর্তা বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিভিন্নস্তরে আলোচনা চলাকালীন বিদেশের স্টাইলে গাড়ি চালানোর আগে তার যান্ত্রিক পরীক্ষা করা যায় কি না তা নিয়ে প্রস্তাব আসে৷ এরপরই এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷’’ জানা গিয়েছে, রাজ্যে গড়ে ওঠা এই অটোমেটিক সার্ভিস সেন্টারে অনায়াসে গাড়ি চালানোর আগে বা পথে পরীক্ষা করানো যাবে৷ এর ফলে দুর্ঘটনার সংখ্যাও অনেকটাই রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন:তৃণমূল আমাকে প্রাণে মারতে চেয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন Arjun Singh