বেতন বাড়ান না হলে সংসার চালাতে পারছি না, মমতাকে আকুতি মাস্টারমশাইদের

0
107

কলকাতা: একে মহামারির দাপট। তারওপর লাগাম ছাড়া দ্রব্য মূল্যবৃদ্ধি৷ এহেন আবহে নিত্যদিন জীবন ধারণ করাটাই দুরূহ হয়ে উঠেছে৷ এদিকে আশ্বাস ছাড়া মেলেনি কিছুই৷ নতুন বছরেও ঘোষণা হয়নি মহার্ঘ ভাতা বা ডিএ-র (DA) ঘোষণা৷ স্বভাবতই চরম আর্থিক দুঃশ্চিন্তায় দিনাতিপাত করতে থাকা অবসরপ্রাপ্ত মাস্টার মশাইয়েরা এবার দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

রাজ্যের প্রশাসনিক প্রধানকে চিঠি দিয়ে কাতর আর্জি জানালেন তাঁরা৷ অবসর প্রাপ্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বের কথায়, ‘‘যেহারে সব কিছুর দাম বাড়ছে তাতে সংসার চালানোয় আমাদের পক্ষে দুরূহ হয়ে উঠেছে৷ দয়া করে আমাদের কথাটা ভাবুন৷ বকেয়া ডিএ-য়ের ব্যবস্থা করলে ভাল হয়৷’’

- Advertisement -

অবসর প্রাপ্ত শিক্ষকদের কথায়, ডিএ ঘোষণা হলে তবেই তাঁদের পেনশন কিছুটা বাড়ে৷ তাছাড়া বাকি যেসব সুযোগ সুপবিধাগুলি রয়েছে সেগুলি বর্তমানে চাকুরিরতদের জন্য৷ এদিকে ২০২১ এর ১ জানুয়ারি ডি এ বাড়লেও সেটা ছিল নাম কা ওয়াস্তে৷ মাত্র ৩ শতাংশ ডিএ বেড়েছিল৷ তার আগের তিন বছর সেই অর্থে ডিএ বাড়েনি৷ এদিকে বছর বছর কেন্দ্রীয় সরকার কিন্ত তার কর্মীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধি করেছে৷ ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক প্রায় ২৮ শতাংশ৷

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ়ের এক কর্মকর্তা বলেন, ‘‘বর্তমানে যেহারে দ্রব্যমূল্য বাড়ছে তাতে বাজারে ঢুকতে ভয় লাগে৷ এদিকে সব কিছুর দাম বাড়লেও আমাদের বেতন বাড়ছে না৷ এই বিড়ো বয়সে আমাদের সম্বল বলতে তো ওইটুকু পেনশনই৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে এবিষয়ে আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি৷ বকেয়া ডিএ পেলে কিছুটা হলেও সুরাহা হয়৷’’

আরও পড়ুন: Municipal Election2022: পুরভোটের প্রার্থী কারা, আগাম জানিয়ে দিল বামেরা