করোনা মোকাবিলায় রাজ্যে চিকিৎসকের অভাব দেখা দেওয়ার আশঙ্কা

0
619

কলকাতা: রাজ্যের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম৷ এই অবস্থা চলতে থাকলে আক্রান্তদের চিকিৎসা করার মতো শেষ অবধি কোনও স্বাস্থ্যকর্মী টিকে থাকবে না বলে ভবিষ্যবাণী শুনিয়ে রাখলেন সংগঠনের চিকিৎসকরা৷

রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সংখ্যা ১৪০-১৫০৷ মারণ ভাইরাসে দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে৷ এছাড়া বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখন কোয়ারেন্টাইনে৷ এই অবস্থায় এখন যাঁরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁদের উপর বাড়তি চাপ যেমন পড়ছে, তেমন অধিক করোনা আক্রান্তদের সংস্পর্শে আসার জন্য তাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ রাজ্যের করোনা যোদ্ধাদের সার্বিক চিত্রটা তুলে ধরে ডব্লুবিডিএফের সম্পাদক ডাঃ কৌশিক চাকি বলেন, ‘‘পরিস্থিতি আরো খারাপ হলে, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা করার জন্য স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকের অভাব দেখা দেবে৷’’

- Advertisement -

সংগঠনের তরফে এই আশঙ্কার কথা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখে জানানো হয়েছে৷ তিনি চিকিৎসকদের আশ্বস্ত করে জানিয়েছেন, সরকার তাদের সবরকমের সাহায্যের জন্য প্রস্তুত৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সরকারের পক্ষে যা যা করা সম্ভব, তাই করা হবে৷

মুখ্যসচিবের আশ্বাসে চিকিৎসকরা কিছুটা আশ্বস্ত হলে আশঙ্কা পুরোপুরি কাটেনি৷ সংগঠনের অন্য এক চিকিৎসক জানিয়েছেন, অনেক হাসপাতালকে করোনা ছাড়া অন্যান্য রোগীর চিকিৎসা পরিষেবা আংশিক অথবা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে৷ এটা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ না ছড়ায়৷ সরকারের উদ্দেশ্যে মহৎ সেটা বোঝা গেল৷ কিন্তু এতে নন-কোভিড রোগীরা চরম সমস্যায় পড়ে গিয়েছেন৷ সাধারণ রোগী যাঁদের চিকিৎসা পরিষেবা প্রয়োজন তাঁরা কোথায় যাবেন? তাই কোভিড এবং নন কোভিড রোগীদের চিকিৎসা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তা সুনির্দিষ্টভাবে জনস্বার্থে প্রচার করার কথা সরকারে জানানো হয়েছে৷