চকোলেট খাইয়ে বাচ্চাদের থেকে খবর নিত, মুখ্যমন্ত্রীকে ‘বিয়ে করতে চাওয়া’ হাফিজুলের নানা কীর্তি

0
107

কলকাতা: কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে হাফিজুল নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে তৈরি হয়েছে সিট। সেই তদন্তেই হাফিজুলের সম্বন্ধে একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন: ১০ মাসের শিশুকন্যাকে রেলে চাকরি দিয়ে নজির গড়ল ভারতীয় রেল

- Advertisement -

সোমবার হাফিজুলকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় ঘুরে বেড়াত হাফিজুল। রেকি করে ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠাত। এলাকার বাচ্চাদের চকোলেট, ঠাণ্ডা পানীয় খাইয়ে খবর নিতেন তিনি। ১১ টি সিমকার্ড ব্যবহার করতেন ধৃত। সিসিটিভি ফুটেজ থেকেই এই তথ্য বেরিয়ে এসেছে। এমনকি, গত বছর দুর্গাপুজোর বিসর্জনের সময় নৌকার করে নদী পেরিয়ে বাংলাদেশ চলে গিয়েছিলেন।

আরও জানা গিয়েছে, ধৃতের সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডের যোগ রয়েছে। এমনকি হাফিজুলের সঙ্গে কমপক্ষে ২০ জনের একটি চক্র রয়েছে। এরপরই সন্দেহ করা হচ্ছে ধৃতের সঙ্গে কি আদতে কোনও জঙ্গিযোগ রয়েছে, যদিও এই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। তবে হাফিজুলের বাবা জানিয়েছিলেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। মুখ্যমন্ত্রীকে নাকি তাঁর বিয়ে করার ইচ্ছে। নিজের স্ত্রীকেও একথা জানিয়েছেন তিনি। বারবার পালিয়ে যাওয়ার কারণে চিকিৎসাকেন্দ্রে সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছে না।

উল্লেখ্য, কেবল মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নেও গিয়েছিলেন ওই ব্যক্তি। গত ২ জুলাই কালীঘাটের বাড়িতে ঢুকে পড়ে হাফিজুল। জেড ক্যাটাগরির নিরাপত্তার তোয়াক্কা না করেই বাড়ির ভিতরে লুকিয়ে ছিলেন সারা রাত। পরদিন সকালে হাফিজুলকে গ্রেফতার করা হলে তাঁর কাছ থেকে একটি লোহার রড পাওয়া যায়। ওই ব্যক্তি যদি মুখ্যমন্ত্রীকে ‘বিয়ে করতে চেয়ে’ বাড়িতে যায় তাহলে লোহার রড কেন থাকবে, সেইদিকটিও খতিয়ে দেখে পুলিশ।