স্নান যাত্রার পূণ্য দিনেই খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির

0
68

কলকাতা: করোনার ভয়কে কাটিয়ে উঠে ধীরে ধীরে সুস্থ হচ্ছে রাজ্য। কমছে দৈনিক সংক্রমণের হার সেই সঙ্গে কমছে মৃত্যুর সংখ্যা। আবারও রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে নিয়মে আনা হচ্ছে শিথিলতা। নিয়ম শিথিলের পর্বেই খুলে দেওয়া হয়েছে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাটের মন্দিরের দরজা। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে এবার ভক্তদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বর মন্দির।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করার পর থেকেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির সাধারন ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। সেই মতো মায়ের নিত্য পুজো মন্দিরের ভেতরে চললেও তালা দিয়ে দেওয়া হয় মন্দিরের গেটে। অবশেষে লক ডাউনের মধ্যেই আজ স্নান যাত্রার পূণ্য লগ্নে ভক্তদের জন্য খুলে গেলো দক্ষিণেশ্বর মন্দির। তবে মন্দির খুলে গেলেও সেই অর্থে প্রচুর সংখ্যক ভক্তদের দেখা যায়নি।

- Advertisement -

মন্দির খুললেও করোনার যাবতীয় নিয়ম মেনেই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সতর্কতা মেনেই আরম্ভ হয়েছে ভক্তদের মন্দিরে প্রবেশ। মাস্ক ছাড়া কাউকেই মন্দিরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে মন্দিরে ঢোকার মুখে চলছে দেহের তাপমাত্রা মাপার কাজ। দীর্ঘ এক মাস পর দক্ষিণেশ্বর মন্দির খোলার কথা প্রচারিত হতেই অনেক ভক্ত এসেছিলেন মা ভবতারিণীর দর্শনে। মা এর দর্শন পেয়ে খুশী ভক্তরাও। আজকের এই পুন্যদিনে দিনে মায়ের দর্শন করতে পেরে এবং পুজো দিতে পেরে খুবই খুশি বলেই জানিয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, কালীঘাট মন্দির সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত ও তারকেশ্বরের মন্দির সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। বলা বাহুল্য যে করোনা নামক মারণ ভাইরাসকে তাড়ানোর জন্য সকলেই ঈশ্বরের কাচ্ছে প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছেন। এবার সশরীরে মন্দিরগুলিতে পুজো দিতে পারবেন জেনে খুশি ভক্তরা।