যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাবটেরিতে ভয়াবহ আগুন, বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা

0
49

খাস ডেস্ক:  দুপুর গড়াতেই ফের অগ্নিকাণ্ড শহরে। কলকাতার অন্যতম প্রসিদ্ধ কলেজ যাদবপুর কলেজের ল্যাবটেরিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন খাস খবর অ্যাপ: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IICB-র বিল্ডিংয়ে আগুন লাগে। একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। গোটা এলাকা বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চলছে। ওই ল্যাবটেরিতে বিভিন্ন কেমিক্যাল পদার্থ রয়েছে। আগুন ও কালো ধোঁয়া নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি আরও বিপদজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাস খবর অনলাইন রেডিও:

আরও পড়ুন: বাংলার পথে হেঁটেই এবার পাঞ্জাবে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মানের

বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে। ফলে ল্যাবটেরিতে কোনও পড়ুয়া আটকে রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।