‘দুর্গাপুজো’-কে ছাপিয়ে এবার গণেশ পুজোয় থিমের বাহার, উদ্যোক্তাদের উত্তেজনা তুঙ্গে

0
87

জয়শ্রী গুড়ে, খাস খবর: ‘দেবায় দেবা গণপতি দেবা… স্বামী তুঝসে বরকর কোন।’ এবার এই গণপতিজির আরাধনায় মাতবেন শহরবাসী। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই হচ্ছে গণেশ পুজো। দুর্গাপুজোর আদলে এবার থিমের বাহার দেখা যাচ্ছে গণপতি বাপ্পার পুজোতে। এমনই ভাবনা নিয়ে এসেছে ‘দীপ সম্মান’ সংগঠন।

পুজো আসতে বাকি আর মাত্র কয়েক দিন, তার আগেই সিদ্ধিদাতা গণেশকে বরণ করে নেওয়া হচ্ছে সন্তোষপুর অ্যাভিনিউ-র সেকেণ্ড রোডে। ২০১৯ সাল থেকে পথ চলা শুরু করেছিল ‘দীপ সম্মান’ সংগঠনটি। আগে তারা কালিপুজোতে পুরস্কার বিতরণ করতেন। পরবর্তীকালে তাঁরা মুম্বইয়ের আদলে গণেশ পুজো করার পদক্ষেপ নেন। এই পুজো উপলক্ষ্যে তাঁরা এলাকার দুঃস্থ মানুষদের জামাকাপড় বিতরণ করেন।

- Advertisement -

করোনা তাদের এই প্রচেষ্টাকে স্তব্ধ করতে পারেনি। বিগত বছরেও তাঁরা মঙ্গলমূর্তির আরাধনায় মেতে উঠেন। এই সংগঠনের সদস্যরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

চলতি বছরেও তাঁরা উদ্যম নিয়েছে শিব পুত্রের আরাধনা করবেন। কোভিড নির্দেশিকা মেনে এই পুজো করা হবে। এতদিন আমরা দুর্গাপুজোয় থিমের বাহার দেখতে পায়। এবার গণেশ পুজোতে মিলবে এই ছোঁয়া।

ফোনের অপর প্রান্ত থেকে ‘দীপ সম্মান’ সংগঠনের সেক্রেটারি মৈনাক ঘোষ খাস খবরকে জানান, ” এবছরে আমরা গণেশ পুজোয় নতুন ফ্লেভার আনতে চাইছি। আমাদের মূল ভাবনা ‘মঙ্গলযাত্রায় মঙ্গল মূর্তি’। আমাদের শিল্পী পার্থ ঘোষ ও সিদ্ধার্থ ঘোষ। যাঁরা এতদিন দুর্গাপুজোয় তাদের সৃজনীশক্তির প্রকাশ ঘটিয়েছেন। এবারে একটু অন্য ছন্দ তুলে ধরলেন তাঁরা। বাংলাদেশের নববর্ষের রীতিনীতিকে তুলে ধরা হচ্ছে। শুধু তাইই নয়, ওপার বাংলার কৃষ্টি ও সৃষ্টিকে তুলে ধরতে চেয়েছি। ”

আরও পড়ুন: টিকাকে কেন্দ্র করে এবার তুলকালাম কাণ্ড, প্রশাসনকে গালমন্দ করছেন বাসিন্দারা

মৈনাক বাবু আরও জানান,”দর্শনার্থীরা মণ্ডপে আসলেই দেখতে পাবেন গামছার কারুকার্য। ওপার বাংলার নববর্ষের আচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শুধু তাইই নয়, পুজোর দিন পাড়ার মানুষদের নিয়ে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

সংগঠনের সম্পাদকের দাবি, ”কলকাতায় গণেশ পুজো হয়, কিন্তু শিল্পীর সহযোগিতায় গণেশ পুজোর থিম বানানোর চিন্তা মনে হয় না, এর আগে কেউই ভেবেছেন। মুলতঃ, মানুষের কাছে সম্প্রীতির বার্তা তুলে ধরতে চাইছেন তাঁরা। পৃথিবী যাতে করোনামুক্ত হয়। মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে সিদ্ধিদাতার কাছে এই কামনায় করছেন মৈনাক বাবু। এবার দেখার ‘মঙ্গলযাত্রায় মঙ্গল মূর্তি’ ভাবনা মানুষের হৃদয়ে কতটা দাগ কাটে।