নাম না করে শুভেন্দুকে সকালে হাঁটার পরামর্শ দিলেন দিলীপ

শত ‘প্ররোচনা’তেও এই ইউএসপি তিনি হাতছাড়া করবেন না, পরোক্ষে শুভেন্দুকে এদিন সেটাই ইঙ্গিত দিতে চেয়েছেন মেদিনীপুরের সাংসদ৷ দিলীপের পরামর্শ শুনে শুভেন্দুও কি সকালে হাঁটবেন? সময়েই মিলবে সুদত্তর৷

0
105

পলাশ নস্কর, কলকাতা: যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল! মর্নি ওয়াক ইস্যূতে এবার আরও ‘মাখোমাখো’ বিজেপির অর্ন্তকলহ। সোমবার হাজরার সভা থেকে দিলীপের নাম নেননি শুভেন্দু অধিকারী। শুধু ইঙ্গিতে ছুঁড়েছিলেন কটাক্ষ। লক্ষীবারের সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষও নিলেন না কাঁথির অধিকারী পুত্রের নাম। তবে ইঙ্গিতে শুভেন্দুকে সকালে হাঁটার পরামর্শ দিলেন!

সেদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে কটাক্ষের সুরে শুভেন্দু বলেছিলেন, ‘‘আমি মর্নিং ওয়াকে প্রেস রিলিজ করি না!’’ লক্ষ্মীবারের সকালে নিউটাউনের ইকোপার্কে প্রকৃতিকে সাক্ষী রেখে দিলীপের টিপ্পনি, ‘‘অনেকেই অনুপ্রেরণা পেয়েছেন। আপনারাও প্রচার করছেন। সবাইকে বলব সকালে হাঁটতে!’’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুঁদে রাজনীতিক দিলীপ খেউড়ের পথে না হেঁটে মর্নিং ওয়াকের উপকারিতার ব্যাখ্যা করে পরোক্ষে শুভেন্দুকে বোঝাতে চেয়েছেন, ‘তুমি পূর্বের হলে আমিও কিন্তু পশ্চিমের৷ বিপ্লবীর জেলা মেদিনীপুর কিন্তু একটাই!’

- Advertisement -

শুভেন্দুর সেদিনের টিপ্পনি নিয়ে দলের অন্দরেও ‘অনেক কথা’ শুনতে হয়েছে আদ্যন্ত রাজনীতিক মানুষটিকে৷ এদিন সেই বিষয়েও মুখ খুলেছেন ঘোষবাবু৷ পরোক্ষে মনে করিয়ে দিতে চেয়েছেন রাজনৈতিক শিষ্টাচারের প্রসঙ্গও৷ বলেছেন, ‘‘প্রত্যেকে নিজের মতো করে রাজনীতি করে। কথা বলে। স্টাইল আলাদা।’’ খানিক থেমে টিপ্পনির সুরে জুড়ে দিয়েছেন,‘‘মানুষ ঠিক করে দেয় এর মধ্যে কে ঠিক কে ভুল!’’

বস্তত, শুধু ইকো পার্কে আবদ্ধ না থেকে বিগত কয়েকমাস ধরে জেলায় জেলায়ও মর্নিং ওয়ার্ক শুরু করেছেন দিলীপ ঘোষ৷ কখনও কোচবিহার তো কখনও খড়গপুর৷ সাত সকালে সেখানকার কর্মীদের নিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে৷ বসেছেন চায়ের আড্ডায়৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্য সভাপতির পদ খোওয়ানোর পরও এরাজ্যে দলের অন্দরে দিলীপ যেভাবে নিজস্বতা বজায় রেখেছেন, তার নেপথ্যের অন্যতম কিন্তু এই মর্নিং ওয়াক৷ তাই শত ‘প্ররোচনা’তেও এই ইউএসপি তিনি হাতছাড়া করবেন না, পরোক্ষে শুভেন্দুকে এদিন সেটাই ইঙ্গিত দিতে চেয়েছেন মেদিনীপুরের সাংসদ৷ দিলীপের পরামর্শ শুনে শুভেন্দুও কি সকালে হাঁটবেন? সময়েই মিলবে সুদত্তর৷

আরও পড়ুন: দুয়ারে পঞ্চায়েত, বসে যাওয়া অনুগামীদের ফিরে আসার আহ্বান বামফ্রন্টের