‘একের পর এক প্রজন্মকে ধ্বংস করার মমতাময়ী কর্মযজ্ঞ, ছি:’ বিস্ফোরক সুজন

0
55

কলকাতা: একদিকে নিয়োগ কেলেঙ্কারিতে উত্তাল রাজ্য৷ আদালতের নির্দেশে একদিকে চাকরি যাচ্ছে৷ অন্যদিকে চাকরির দাবিতে রাজপথে যোগ্য চাকরি প্রার্থীদের ধর্না৷ ফুটন্ত কড়াইয়ে ঘি ঢাললে যেমনটা হয়, সিভিক ভলেন্টিয়ারদের প্রাথমিক শিক্ষকের জায়গায় নিয়োগের প্রশাসনিক পদক্ষেপের জেরে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে৷ ‘অঙ্কুর’ প্রকল্পে বাঁকুড়া জেলায় ১২৪ টি শিক্ষাকেন্দ্রে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ প্রশাসন৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই বুধবার থেকেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷

এবার এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী৷ নিয়োগ কেলেঙ্কারির পুরো প্রক্রিয়াটিকে ‘মমতাময়ী কর্মযজ্ঞ’ বলে তীব্র কটাক্ষ করে নিজের টুইটার হ্যান্ডেল থেকে সুজন লিখেছেন, ‘একদম মিলে গেল! সিভিক পুলিশ থেকে ভলেন্টিয়ার হয়ে এবার সিভিক শিক্ষক!! একের পর এক প্রজন্মকে ধ্বংস করার মমতাময়ী কর্মযজ্ঞ৷ টাকার বিনিময়ে যোগ্যদের বদলে চুরি করে ভুয়ো শিক্ষক নিয়োগের সংগঠিত অপরাধ না করলে স্কুলে পড়ানোর জন্য সিভিক পুলিশের দরকার হতো না- মুখ্যমন্ত্রীজি৷ ছি:৷৷’

- Advertisement -

বস্তুত, জেলা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ সামনে আসারপর বুধবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার৷ ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা৷ মানুষকে ভুল শেখানোর অধিকার নেই৷’’ জানিয়ে মুখ্যমন্ত্রীকে শাসনভার থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সুভাষ৷ বলেছিলেন, ‘‘সারা রাজ্য জুড়ে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষক নিয়োগ করতে পারছেন না৷ অন্যদিকে নিয়োগে বিস্তর দুর্নীতি করে বসে আছেন৷ এমন অবস্থা হলে সরকার চালানোর দরকার নেই, ছেড়ে দিন।’’ এবার কড়া প্রতিক্রিয়া সামনে আনলেন সিপিএমের সুজন চক্রবর্তীও৷

আরও পড়ুন:‘শুধু জেতার কথা বললে হবে না, বিরোধীরা যেন প্রার্থী খুঁজে না পায়’: Udayan Guha