রাজারহাটে পুলিশ কাস্টেডিতে বিজেপি কর্মীর মৃত্যু, FIR এর প্রশ্নে সরব সায়ন্তন

রাজারহাটে মৃত বিজেপি কর্মী সঞ্জয় ঘোষের( হুলপাত্র) পরিবারের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতা। পুলিশ কাস্টেডিতে মৃত্যু নিয়ে রাজারহাট থানায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

0
24

কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বারবারি আঘাত হেনেছে বিজেপির। সেই রেশ এখনও চলছে। গত ১০ তারিখ রাজারহাট থানার অন্তর্গত চাঁদপুর ঘোষ পাড়ার বাসিন্দা সঞ্জয় ঘোষ (হুলপাত্র) পুলিশ কাস্টেডিতে মারা যায়। সেই ঘটনা নিয়ে রাজারহাট থানায় ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়েছিল। এবার মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সেখান থেকেই শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

সঞ্জয় ঘোষ( হুলপাত্র) বিজেপি কর্মী বলেই দাবি করা হয়েছে। পুলিশ কাস্টাডিতে মৃত্যু নিয়ে এদিন ক্ষোভ উগড়ে সায়ন্তন বসু প্রশ্ন তুলেছেন, “কেন কোনও FIR হল না? মানবাধিকার কমিশন কি বিষয়টা জানে ? ভারতীয় জনতা পার্টির হয়ে এসেছি খোঁজ খবর করলাম। প্রয়োজনে আদালতে যাওয়া হবে। পুলিশ কাস্টেডিতে মৃত্যুটা NHRC কে জানানো হবে এবং প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিও হবে।” বিজেপি নেতার অভিযোগ, “এটা ক্লিয়ার পুলিশ  কাস্টাডিতে মৃত্যুর পর বিধায়কের প্রেসারে পুলিশের বিরুদ্ধে মৃতের পরিবার এফআইআর করতে পারছে না। আমরা পরিবারের পাশে আছি এবং অপরাধীরা যাতে কঠোরতম শাস্তি পায় তার জন্য চেষ্টা করবো।”

- Advertisement -

আরও পড়ুন- সাড়ে চার বছরে উত্তরপ্রদেশে একটিও সাম্প্রদায়িক হিংসা হয়নি : যোগী আদিত্যনাথ

রাজারহাটে মৃত বিজেপি কর্মী সঞ্জয় ঘোষের( হুলপাত্র) পরিবারের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতা। পুলিশ কাস্টেডিতে মৃত্যু নিয়ে রাজারহাট থানায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ও মৃতের পরিবারের লোক। তাপস চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। সায়ন্তন বসু আরও বলেছেন, “এক যুবক সঞ্জয় হুলপাত্র (ঘোষ) নির্বাচনের সময় বিজেপির হয়ে কাজ করেছেন। আমাদের দলের সাথে যুক্ত ছিলেন কিন্তু ২৪ ঘন্টা বিজেপি করতো এটাও নয়। পুলিশ নাকি মারতে মারতে তুলে নিয়ে যায় পরের দিন মারা যায়। এনাদের বাড়িতে এসে জানা গেল পরিবার কোনো FIR করতে পারেনি।”

একই সঙ্গে প্রশ্ন তুলে বিজেপি নেতা বলেন, “বিধায়কের সঙ্গে কোনো কথাবার্তা কোনো বিষয়ে বোঝাপড়া হয়েছে। আমাদের প্রশ্ন পুলিশের কাছে পুলিশ কাস্টাডিতে যদি কেউ মারা যায় তাহলে স্থানীয় বিধায়কের কি ভূমিকা আছে সেটেলমেন্ট করার?” পুলিশ কাস্টেডিতে মৃত্যুর পরে তাপস চ্যাটার্জীর কোনো ভূমিকা থাকতে পারে না বলেই দাবি করেছেন বিজেপি নেতা। মৃত বিজেপি নেতার বাড়িয়ে সায়ন্তন বসুর আসা প্রসঙ্গে মৃতের ভাই সঞ্জিত হুলপাত্র (ঘোষ) বলেছেন, “আমার দাদা তো কোনো পার্টি করে না ওনাকে বলেছি। সাহায্য সবাই আমাকে করছেন। উনি যদি সাহায্য করার জন্য আসেন সাহায্য করতে পারেন।”