কয়লা পাচারকাণ্ডের লিঙ্কম্যান বিনয় মিশ্রর সন্ধানে ১ লক্ষ পুরস্কার, ঘোষণা CBI এর

0
28

কলকাতা : কয়লা পাচার কাণ্ডের জট ছাড়াতে তৎপর সিবিআই। একের পর এক চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু এর মধ্যেই খোঁজ মিলছে না কয়লা কেলেঙ্কারির অন্যতম এক লিঙ্কম্যানের। তদন্ত চালিয়েও খুজে পাওয়া আচ্ছে না লিঙ্কম্যান বিনয় মিশ্রকে। এবার তাকে খুঁজতেই সংবাদপত্রে বিজ্ঞাপন সিবিআইয়ের। বিনয় মিশ্রের সন্ধান দিতে পারলেই ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিনয় মিশ্রের ভাইকে গ্রেফতার করা হয় কিন্তু তাতেও তার খোঁজ মেলে না। এমনকি জানা গিয়েছিল, ১ লক্ষ ৩০ হাজার ডলার দিয়ে তিনি দ্বীপরাষ্ট্র ভানুয়াটুরের নাগরিকত্ব নিয়েছেন। দেশে আনার জন্য রেড নোটিশ জারিও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দাবি নিয়ে ইন্টারপোলের দ্বারস্থ ও হয়েছিল সংস্থা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। বাজেয়াপ্ত করা হয়েছে মিশ্রর ৪ কোটি টাকার রাসবিহারীর বাড়ি।

- Advertisement -

জানা গিয়েছে বিনয় মিশ্রকে খুঁজতে অনেক কাঠ খড় পুড়িয়েছে তদন্তকারী সংস্থা। কিন্তু তাতে টিকিটিও মিলছে না তাঁর। এমনকি ইন্টারপোলের দ্বারস্থ হয়েও নাগাল পাওয়া যায়নি মিশ্রর। এবার তাঁর খোঁজ পেতেই বিজ্ঞাপনে সন্ধান চাই এর বিজ্ঞাপন। বুধবার সংবাদপত্রে কয়লা স্ক্যামের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর সন্ধান চাওয়া হয়েছে। সেখানে নাম, ঠিকানা উল্লেখ করে ১ লক্ষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এমনকি সেখানে বিনয় মিশ্র কে তাকে সিবিআই কেন খুঁজছে তাও ব্যখ্যা করা হয়েছে।

কে এই বিনয় মিশ্র? বিজ্ঞাপনে বলা হয়েছে, যারা কয়লা পাচার করত তাদের নিরাপত্তা দিতেন বিনয় মিশ্র। টাকা লেনদেনের ক্ষেত্রেও মধ্যস্থতা করতেন মিশ্র।  লালার টাকা দেওয়ার পুরো ব্যবস্থা করতেন বিনয় মিশ্র। এমনই অভিযোগ উঠেছে তার নামে। এই সমস্ত বর্ণনা দিয়ে বিজ্ঞাপনে তার চেহারা সম্পর্কে লেখা হয়েছে, মাঝারি গড়নের ১৬৫ সেমি উচ্চতার এই ব্যক্তির জন্ম ১০ অগস্ট ১৯৮৫ সালে। তার ছবিসহ সন্ধান চাওয়া হয়েছে জনগণের কাছে। সন্ধান পেলেই সিবিআই দফতরে যাতে যগাযোগ করতে পারে তাই দেওয়া হয়েছে এই সংস্থার ঠিকানা ও ফোন নম্বর।