জন্মদিনে বিশেষ জনের শুভেচ্ছাবার্তা পেয়ে আবেগে ডগমগ দিলীপ ঘোষ

0
45

কলকাতা: কোনও বিতর্কিত মন্ত্যব্যের জন্য জনপ্রিয় ও বঙ্গ রাজনীতিতে বহুল চর্চিত ব্যক্তি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আজ জন্মদিন। সুভেচ্ছা জানিয়েছেন অনেকেই মধ্যে একজনের শুভেচ্ছাবার্তা দিলীপবাবুর মন কেড়েছে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার শুভেচ্ছা জানিয়েছেন বাংলা হরফে লিখে।

আজ ১ আগষ্ট মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৫৭ বছরে পা দিয়েছেন। বলা ভালো যে বঙ্গে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম কান্ডারি হলেন দিলীপ ঘোষ। বাংলা সহ বাঙালি বিজেপি নেতার গুরত্ব যে মোদীর কাছে অনেকটাই সেটাই আরও একবার প্রমান করেছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছাবার্তা জানিয়ে দিলীপবাবুকে বাংলায় লেখা চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদী।

- Advertisement -

প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলায় লেখা জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে মোদী লিখেছেন,“আপনার জন্মদিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অতীতের স্মৃতি পুনরায় স্মরণে রাখার জন্য জন্মদিন একটি বিশেষ উপলক্ষ্য। আপানার দীর্ঘ ও স্বাস্থ্যকর আয়ু কামনা করি। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ সফল হোক।” জন্ম দিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “আশা করি এই দিনটির পবিত্রতা ও আনন্দ আপনার মধ্যে দেশ গঠনের লক্ষ্যে নতুন করে শক্তি এবং উৎসাহ পূর্ণ করবে। আগামী বছর গুলিতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করছি।”

শুধু প্রধানমন্ত্রী নন শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকে আবার মজার ছলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,“শুভ জন্মদিন, ভাল থাকুন সুস্থ থাকুন আর আপনার সুচারু বক্তব্যের দ্বারা বাঙালি জাতিকে আনন্দ দিন।” তবে যাই হোক মোদীর কাছ থেকে বাংলায় পাওয়া শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি বেজায় খুশি বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ।