‘ওনার এত ইগো যে একবার আসতে পারছেন না’, TET চাকরিপ্রার্থীদের সমর্থন করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

0
46
TET Scam

কলকাতা: চাকরির দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত সল্টলেক এপিসি ভবন। চাকরিপ্রার্থীরা রাতভর আন্দোলনের পর এদিন আমরণ অনশনের হুঁশিয়ারি দেন। এবার এতেও রাজনীতির ছোঁয়া লাগল। আন্দোলনকারীদের সমর্থন জানাতে এদিন ঘটনাস্থলে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

আরও পড়ুন: মিউজিক ভিডিওর শুটিংয়ে বিপাকে Uorfi Javed, ভিডিও দেখে থতমত খেয়ে গেলেন নেটিজেনরা

- Advertisement -

এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘এটি সরকারের ব্যর্থতা। শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসবে কেন। পরীক্ষা দিয়েছে পাশ করেছে চাকরি পাবে না কেন। এটা কোনও রাজনৈতিক মঞ্চ না। এরা পেটের ভাত-মাথার ওপর ছাদের জন্য রাস্তায় বসে আছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘মুখ্যমন্ত্রী ইগোইস্টিক উইমেন। ওনার এত ইগো যে একবার আসতে পারছেন না। এরাই তো ভোট দিয়ে নিয়ে এসেছেন। এরা কোনো ভিক্ষা চাইছে না। পরীক্ষা দিয়েছে পাশ করেছে, ইন্টারভিউ দিয়েছে পাশ করেছে। চুরি করেছে আপনার সরকার। এরা আবার পরীক্ষা দেবে কেন। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সরাতে পারছেন না কেন? টাকা নিয়ে আপনি চাকরি দিয়েছেন। কার টাকা নিয়েছেন কাকে ফেরত দেবেন জানি না। আপনাকে চাকরি দিতে হবে। পুজো কমিটি গুলো দেওয়ার জন্য টাকা আছে, রেড রোডে তামাশা করার জন্য টাকা আছে। যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি দেওয়ার জন্য টাকা নেই।’

আরও পড়ুন: কেদারনাথের কপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, মঙ্গলবার সকালেও তাঁদের অবস্থান বিক্ষোভ অ্যাবহত ছিল৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা করুণাময়ীতে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে পানীয় জল ও খাবার বর্জন করে আমরণ অনশনের সিদ্ধান্ত নেয়৷