চাপে না পড়লে অমর্ত্য সেন স্বীকার করতেন না তিনি নোবেলজয়ী নন: দিলীপ ঘোষ

0
87

কলকাতা: অমর্ত্য সেন নোবেলজয়ী নন। চাপে না পড়লে সে কথা তিনি কখনওই স্বীকার করতেন না। বিশিষ্ট অর্থনীতিবিদকে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন নিউটাউনের ইকোপার্কে প্রাত্যহিত প্রাতঃভ্রমনে এসেছিলেন। সেখানেই এহেন দাবি তাঁর।

আরও পড়ুন: কুন্তলের ডায়েরিতে গানের কলি, এ কোন রহস্য

- Advertisement -

অনুপম হাজরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে কী বলেছে জানিনা। কিন্তু অমর্ত্য সেন এই প্রথম স্বীকার করলেন তিনি নোবেলজয়ী নন। আমিই প্রথম এই কথা বলেছিলাম যে উনি নোবেলজয়ী নন। তখন অনেকে নোবেল কমিটিকে চিঠি পর্যন্ত লিখে ফেলেছিলেন। আজ চাপে পড়ে উনি নিজে এই কথা ঘোষণা করতে বাধ্য হলেন।” যোগ করেন, “এই স্তরের লোকেদের এ ধরনের বিতর্কে জড়িয়ে না পড়াই বাঞ্ছনীয়।”

কথা হয় ত্রিপুরার বিধানসভা আর বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে। ত্রিপুরা জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী দিলীপ। জানান, “পুরো শক্তি নিয়ে বিজেপি ত্রিপুরা জিততে চায়। খুব ভাল সাড়া পাওয়া যাচ্ছে ওখানে।” পাশাপাশি বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে কার্যত সুকান্ত মজুমদারের সুর-ই শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কন্ঠে। সুকান্ত বলেছিলেন, “কেন্দ্রীয় নেতা লাগবে না। বাংলার নেতারা-ই লড়ে নেবেন।”

দিলীপ এদিন সে প্রসঙ্গে বলেছেন, “তাই তো হচ্ছে। অমিত শাহ, নাড্ডাজিরা আসছেন। তবে তাদের উদ্দেশ্য লোকসভা নির্বাচন। যে যে জায়গাগুলোতে আগেরবার জিততে পারিনি আমরা সেগুলির ওপর ফোকাস করা হবে। এছাড়া রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের পুরো টিম আমরা পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছি। এই নির্বাচন রাজ্য নেতৃত্বকে-ই লড়তে হবে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এছাড়াও এদিন কুন্তল এবং একদিনে ১৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। কুন্তল ঘোষের দাবি, তাপস মণ্ডল বিজেপির লোক। দিলীপ বলেন, “আপনাকেই সেটা তথ্য সহকারে প্রমাণ করতে হবে। আর এ কথা আপনার জেলে যাওয়ার পর মনে পড়ল? কেউ শিখিয়ে দিয়েছে মনে হয়।” অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতি প্রসঙ্গে দিলীপের দাবি, “সিপিআইএমের আমল থেকে দূর্নীতির শুরু। কিন্তু তৃণমূল সেটাকে সর্বজনীন করে তুলেছে। বাংলার মানুষ হতাশ।”