ব্যস্ততা আর ভিড় কমাতে বুধবার থেকে মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

0
4642

খাস খবর ডেস্ক: ক্রমেই স্বাভাবিক হচ্ছে কলকাতার পরিস্থিতি। তার সঙ্গে তাল মিলিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রোরেল পরিষেবা। বাড়তে চলেছে বেশ কিছু ট্রেন। ফলে অনেকটাই কমবে যাত্রীদের প্রতীক্ষার সময়।

সূত্রের খবর, সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা চালু রয়েছে সাধারণের জন্য (শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য)। যাত্রীরা এখন শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাতায়াত করতে পারছেন। রাজ্যে করোনা বিধিনিষেধের মধ্যে শনিবার শুধু জরুরি পেশার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য সারাদিনে ১০৪টি ট্রেন চলত। গত ১৮ অগাস্ট থেকে শনিবারের ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন শনিবার সারাদিনে ১৭২টি ট্রেন চলছে।

- Advertisement -

এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে সোম থেকে শুক্র মেট্রো পরিষেবায় ট্রেনের সংখ্যা আরও বাড়িয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ওইদিন থেকে সপ্তাহের পাঁচ দিনে আরও ৬টি ট্রেন বাড়ানো হয়। চলতি মাসের ১৫ সেপ্টেম্বর, বুধবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আপ আর ডাউন মিলিয়ে সারাদিনে মোট ২৫৬টি মেট্রো চলবে। ৬ সেপ্টেম্বর থেকে ট্রেন বাড়ানোর পর সারাদিনে ২৪৬টি ট্রেন চলছিল। তবে শনি ও রবিবার শুধুমাত্র স্টাফ স্পেশাল মেট্রোই চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার শুরু হতে চলেছে বিমানবন্দর -নিউ ব্যারাকপুর মেট্রো, জোরকদমে চলছে প্রস্তুতি

এই প্রসঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস-যাত্রীদের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। এখন প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী মেট্রোয় যাতায়াত করছেন। তাছাড়া সামনেই পুজো। এদিকে, পুজোর কেনাকাটায় মানুষের ভিড় বাড়ছে। তাই মেট্রোর সংখ্যা আর সময়সীমা বাড়ানো হচ্ছে। বুধবার থেকে শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় ছাড়বে। অর্থাৎ, কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়ার সময় হচ্ছে রাত সাড়ে ৯টা। এদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

এর পাশাপাশি, সকাল ও সন্ধ্যায় দিনের ব্যস্ততা কাটাতে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান। সকালে ৯টা থেকে ১০.৩০ পর্যন্ত আপ লাইনে যাত্রীরা ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন। আপ লাইনে বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৫ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। আর ডাউনে বিকেল ৫টা থেকে ৬টা আর সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ মিনিট অন্তর মেট্রো চলবে।