টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১

0
25

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ উঠল। আর এই অভিযোগের ভিত্তিতে ভুয়ো কল সেন্টার কাণ্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইডারকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর আগে কল সেন্টারে হানা দিয়ে সংস্থার কর্ণধার সহ ১১ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন-লোন পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, পুলিশের জালে এক

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভের ডি এন ব্লকে উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড নামের একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে সংস্থার কর্ণধার সুমিত মাঝি, হাফিজুর রহমান সরদার সহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্র মূলত ভুয়ো কল সেন্টারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন সহ বিভিন্ন দেশের নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত যোগাযোগ করতো। সেখানে তাদের অ্যামাজন, মাইক্রোসফট সংস্থার কাস্টমার সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিত এরা। এই ভাবে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করতো এই সংস্থা।

আরও পড়ুন-১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে বিদেশি নাগরিকদের থেকে প্রতারণা করা টাকা এসে পৌঁছত বাগুইহাটি এলাকার বাসিন্দা বিনয় কুমার সাহুয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপরই গতকাল রাতে বাগুইআটি জ্যাংরা এলাকায় হানা দিয়ে বিনয়কে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর কাছ থেকে বিনয় কুমার সাহু নামের একটি আঁধার কার্ড এটিএম কার্ড, বিবেক কুমার সাহু নামের একটি ব্যাঙ্ক ডিটেলস, বিনয়ের স্ত্রীয়ের নামের একটি ব্যাঙ্ক ডিটেলস, মোবাইল, ল্যাপটপ, পেন ড্রাইভ, কাস্টমার কলিংয়ের স্ক্রিপ্ট এবং নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।