অনশনের ৪৮ ঘন্টা পার,শারীরিক অবস্থার অবনতি ৩ পড়ুয়ার

0
53
medical college agi

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনের ৪৮ ঘন্টা পার। তৃতীয় দিনেও নির্বাচনের দাবিতে অনড় মেডিকেল কলেজের পড়ুয়ারা। সমাধানের খোঁজে শুক্রবার বিকেলে কলেজ কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। বৈঠক শেষ করে বেরিয়ে তিনি জানান, কোনও নির্দেশ ছাড়া কেন সেন্ট্রাল ল্যাব মঙ্গলবার বন্ধ ছিল সেই নিয়ে তদন্ত হবে।

সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন অধ্যক্ষ। এছাড়াও ঘেরাও চলাকালীন ছাত্রছাত্রীদের সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষকদের দুর্ব্যবহারের কথা সামনে এসেছে, এই অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। তবে যে কারণ নিয়ে অনশনে পড়ুয়ারা সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোন সঠিক উত্তর এখনও মেলেনি ।

- Advertisement -

অনশনের তৃতীয় দিনেও মেলেনি সমস্যার সমাধান। প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ তরফে কোন নির্দেশ না আসলে কোন মতেই ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব নয়। এইদিকে তৃতীয় দিনে অনশনরত ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হচ্ছে।

ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিন পড়ুয়া। জ্বর সঙ্গে রক্তে শর্করার পরিমাণ কমছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এরই মাঝে কলকাতা মেডিকেল কলেজে শনিবার বিকেলে অনশন মঞ্চ স্থল হয়ে উঠেছে সাংস্কৃতিক সমাবেশ মঞ্চ। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা গান কবিতা পাঠের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন।