মৃত ব্যক্তির নামে দলিল, জমি বিক্রির অভিযোগে গ্রেফতার প্রোমোটার

0
184

সল্টলেক:ফের সল্টলেকে প্রোমোটার রাজ। মৃত মানুষের নামে ভুয়ো নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সল্টলেকে। শুধু তাই নয়, ভুয়ো দলিল তৈরি করে কোটি টাকার বিনিময় জমি বিক্রির অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনায় সিদ্ধার্থ নাগ নামের প্রোমোটারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছর ১৩ অক্টোবর মানিকতলা এলাকার বাসিন্দা প্রিয়জিত মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান। তিনি অভিযোগ করে জানান, যে তাঁর মামা পৃথিশ চন্দ্র বসুর ১৯৯৭ সালের ৩ জুলাই মৃত্যু হয়। তার মামার নামে সল্টলেকের বি এ ব্লকে একটি বাড়ি ছিল। সেই বাড়ি মামা মারা যাওয়ার সময় তার নামে উইল করে দিয়ে যান। যদিও তারপরে তিনি ওই জমির আর মিউটেশন করিয়ে উঠতে পারেননি।

- Advertisement -

আরও পড়ুন-পাখির চোখ পঞ্চায়েত ভোট, নদিয়া জেলা দিয়ে রাজনৈতিক সফর শুরু মমতার

এরপর ২০০৭ সালের অগাস্ট মাসে প্রিয়জিত মিত্রের সঙ্গে আলাপ হয় ওই এলাকার প্রোমোটার সিদ্ধার্থ নাগের। তিনি বি এ ব্লকের বাড়ির নিচের তলায় বসবাসের জন্যে লংটার্ম লিজ নেয়। এরপরই সেই জমির মিউটেশন করে দেওয়ার নাম করে প্রিয়জিত বাবুর কাছ থেকে বাড়ির যাবতীয় আসল দলিল নিয়ে নেয় অভিযুক্ত। কিন্তু পরবর্তীতে আর সেই জমির মিউটেশন তো দূরের কথা জমির দলিলও ফেরত দেয় না অভিযুক্ত।

এরপরই অভিযোগকারী প্রিয়জিত মিত্র চলতি বছর সল্টলেকের সেই বাড়ির সামনে গেলে দেখতে পান সেই বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারেন যে নিচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে ১ কোটি ৫৭ লক্ষ টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন। বিধাননগর পুরনিগমের খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এই বাড়িটি সিদ্ধার্থ নাগ তার মামা ১৯৯৭ সালে মৃত পৃথ্বীশ চন্দ্র বসুর থেকে ২০২১ সালের জুলাই মাসে কিনেছেন। সেই ডিড কপিতে মৃত ব্যক্তির প্যান কার্ড এবং আঁধার কার্ড সংযোজন করা রয়েছে। এরপর প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়জিত মিত্র।

আরও পড়ুন –‘মাথা থেকে পা পর্যন্ত মিথ্যে’ Imran Khan-এর অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি পাক প্রধানমন্ত্রীর

এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ জানতে পারে যে, সিদ্ধার্থ নাগ বাড়ির মৃত মালিকের নামে ভুয়ো আঁধার কার্ড, প্যান কার্ড তৈরি করে জাল দলিল বানিয়ে প্রথমে নিজের নামে মালিকানা নিয়ে নেয়। তারপরে সেই বাড়ি কোটি টাকার বিনিময় বিক্রি করে দেয়। এই ধরনের প্রচুর অবৈধ ঘটনার সঙ্গে এর আগেও অভিযুক্তের নাম জড়িয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

এরপরই গতকাল সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত প্রোমোটার সিদ্ধার্থ নাগকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ। এই ব্যক্তির সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।