হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারের স্বার্থে নয়া আবেদন হাইকোর্টে

0
50
rape

হাঁসখালি: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে নতুন আবেদন জানান হল কলকাতা হাইকোর্টে। নির্যাতিতার পরিবারকে এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানালেন আইনজীবী।

আরও পড়ুন: ইলিশ বা ভেটকি আর নয়, এবার নতুন ধাঁচে রান্না করুন কাতলা ভাপা

- Advertisement -

এদিন প্রধান বিচারপতির এজলাসে আবেদন দাখিল করলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তিনি আবেদন জানিয়েছেন, নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা দিতে হবে। পাশাপাশি, জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও জানান হয়েছে। আবেদন বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আরও পড়ুন: চর্চায় ভোটকুশলী, ২ অক্টোবর বিহারের চম্পারন থেকে ৩০০০ কিলোমিটার পদযাত্রা শুরু করবেন পিকে

গত মাসে হাঁসখালির এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণ করা হয়। নির্যাতিতা মারা গেলে জোর করে মৃতদেহ পুরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ধর্ষণের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতার অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। হাঁসখালির নির্যাতিতার সুবিচারের দাবিতে নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। হাইকোর্টের নির্দেশে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মূল অভিযুক্ত ব্রজ গোয়ালের বাবা ওই তৃণমূল নেতাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল।