Web Series: সুন্দরবনের বিদ্যাসাগর হয়ে আসছেন ঋদ্ধি, সঙ্গী ঊষসী

0
127

পূর্বাশা দাস: নতুন ভাবে, নতুন রূপে, নতুন ছুটিতে পর্দার ধরা দিচ্ছেন ঊষসী রায় এবং ঋদ্ধি সেন। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’তে আসন্ন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’এ জুটি বাঁধছেন ঋদ্ধি-ঊষসী।

আরও পড়ুন: “এভাবেই ফিরে আসা যায়..”ক্যান্সারজয়ী ঐন্দ্রিলাকে লিখলেন প্রেমিক সব্যসাচী

- Advertisement -

ওয়েব সিরিজের নাম শুনেই বোঝা যাচ্ছে গল্পের প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের দক্ষিণতম অংশ, ওয়ার্ল্ড হেরিটেজ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সুন্দরবনের কুমিরখালি বিধবা মহিলার চরিত্রে দেখা যাবে ঊষসীকে। দু’চোখে চশমা আঁটা, মুখে অন্যমনস্কতায় ভরা একটি রূপে দেখা দেবেন ঋদ্ধি। ঋদ্ধি অভিনীত চরিত্রের নাম কিঙ্কর এবং ঊষসী অভিনীত চরিত্রের নাম পার্বতী।

কিঙ্করের বাড়ির লোক ভাবে সে ভীষণ মেধাবী ছাত্র। বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করা হয় কিঙ্করের। কিন্তু বাস্তব পরিস্থিতি, নিয়তি সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটায় কিঙ্করকে। বাস্তব পরিস্থিতির চাপে বিদ্ধ হয়ে সুন্দরবনের কুমিরখালি দ্বীপে উপস্থিত হয় কিঙ্কর এবং সেখানকার বিধবা মহিলাদের সমস্যা সমাধানের এগিয়ে যায়।

কিন্তু কতটা সমস্যার সমাধান করতে পারবেন তিনি? উত্তর থাকবে সিরিজের পরতে পরতে। শেষ পর্যন্ত কী ঘটবে পার্বতী এবং কিঙ্করের সাথে? সেই গল্প বলবে সুন্দরবনের বিদ্যাসাগর। হইচই অরিজিনাল ওয়েব সিরিজ সুন্দরবনের বিদ্যাসাগর’র কাহিনিকার অর্কদীপ মল্লিকা নাথ এবং পরিচালনা করেছেন কোরক মুর্মু। আগামী ১১ই মার্চ থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিম করবে সুন্দরবনের বিদ্যাসাগর।