করোনা আবহে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়

0
395

অর্পিতা দাস, কলকাতা: জ্বর ও নিয়ে দক্ষিণ কলকাতার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। হাসপাতাল সূত্রে খবর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

জ্বর ও গা হাত পা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অভিনেত্রী সন্ধ্যা রায়ের করোনা টেস্ট করা হয়েছে, তবে এখনো রিপোর্ট আসেনি। কিছুদিন আগেও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেত্রী অনামিকা সাহা এবং অভিনেতা পার্থসারথি দেব। দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে অক্সিজেন সাপোর্টে থাকলেও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন অনামিকা সাহা এবং প্রথম দিন অভিনেতা পার্থসারথি দেব সংকটজনক অবস্থায় থাকলেও এখন অনেকটাই সুস্থ এমন কি নিজে কথা বলতে পারছেন।

- Advertisement -

প্রবীণ অভিনেতা অভিনেত্রীদের সুস্থ হয়ে যাওয়ার খবরে স্বস্তি মিলছে টলিউডে। অভিনেত্রী সন্ধ্যা রায়ের বয়স ৮০, তাই শীঘ্রই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন অভিনেত্রী সন্ধ্যা রায় টিম খাসখবরের পক্ষ থেকে রইল এই শুভকামনা।