বাড়ছে শ্বাসকষ্ট, ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন Tarun Majumdar

0
48

বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন বাংলার বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। শনিবার পর্যন্তও স্থিতিশীল ছিল স্বাস্থ্যের অবস্থা। রবিবার হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি, এর ফলে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে পরিচালককে। ডায়ালিসিসও করা হয়, হঠাৎই বেড়ে যায় শ্বাসকষ্ট। আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় চিকিৎসকরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়ায় হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। কিন্তু এখনও পরিচালকের কিডনির সমস্যা দূর হয়নি। দু-দিন আগেই পরিচালকের রাইস টিউব খুলে দেওয়া হয়েছিল, তবে এখনও তরল খাবার খাচ্ছেন। ক্রিয়েটিনিন কিছুটা কমেছে, তন্দ্রা ভাব সেরকম আর নেই। ভালোমতো লিখে মনের ভাব প্রকাশ করতে পারছেন।

- Advertisement -

আরও পড়ুন : মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতির সঙ্গে তৃণমূল যোগ, বিতর্কের মুখে রামানুজ গঙ্গোপাধ্যায়

গত মঙ্গলবার বিকেলে এমআরআই করা হয় বর্ষীয়ান পরিচালকের। তারপর করা হয় সিটি স্ক্যান। রিপোর্টে খারাপ কিছুর দেখা মেলেনি। আপাতত পরিচালককে উডবার্ন ওয়ার্ডে স্থানান্তরিত নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল টিম ২৪ ঘন্টা পরিচালকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।