ঐন্দ্রিলার পরিবার ও সব্যর পাশে ফের সৌরভ, আইনি পদক্ষেপের বার্তা

0
404

বিনোদন ডেস্ক: সময় বয়ে যায়, থেমে থাকে না৷ সেইভাবেই দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল৷ আজ অভিনেতা সব্যসাচীর ঐন্দ্রিলা (Aindrila Sharma) তারাদের দেশে৷ রবিবার দুপুরে এজগত সহ প্রিয়জনদের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘ফাইটার’ অভিনেত্রী৷ তারপর থেকেই যেন ক্ষাণিক থমকে গিয়েছে ঐন্দ্রিলার সব্যর জীবন৷ স্বাভাবিক জীবন-যাপনে ঘটেছে ছন্দপতন৷ তাঁদের সঙ্গে সবসময় পাশে থেকেছেন প্রিয় বন্ধু অভিনেতা সৌরভ দাস৷

ফের সৌরভ পাশে দাঁড়াল সব্যসাচী চৌধুরীর৷ মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা সৌরভ দাস৷ লেখেন, ‘‘সব্যসাচী সুস্থ আছে৷ সঙ্গে আছি আমি এবং থাকব৷ যারা ফেক নিউজ ছড়াচ্ছে তারা অসুস্থ, বিব্রত হবেন না৷ গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে৷ যদি ভুয়ো খবর ছড়ানো হয়, সে ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷ ঐন্দ্রিলার পরিবারকে দয়া করে শান্তি দিন৷’’

- Advertisement -

১৯ নভেম্বর রাতে সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন৷ এরপরই ২০ নভেম্বর দুপুরে শেষ নিঃস্বাস ত্যাগ করেন প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা৷ এরপর গত ২২ নভেম্বর তিনি ইস্টাগ্রাম থেকেও সরে যান৷ ডিঅ্যাক্টিভেট করে দেন তাঁর অ্যাকাউন্ট৷ এরপরই ফেসবুকে ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ সব্যসাচী চৌধুরী৷

তাই তাঁদের উদ্দেশ্যে করেই অভিনেতা সৌরভ দাস সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেন৷ এমনকি ভুয়ো খবর বলে জানান সব্যসাচীর অসুস্থার বিষয়টি৷ তাই ফেক নিউজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ সৌরভ আগেই জানিয়েছিলেন, সব্যসাচী সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন৷ তিনি আর কখনও ঐন্দ্রিলাকে নিয়ে কিছু লিখবেন না৷

কাছের মানুষ ঐন্দ্রিলাকে হারিয়ে এখন কেমন আছেন সব্যসাচী৷ আগেই অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, ২০ নভেম্বর ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছেন সব্যসাচী চৌধুরী। কারোর সঙ্গে বিশেষ কথা বলছেন না তিনি৷ তাঁর পরিবারের সঙ্গেই রয়েছেন ঐন্দ্রিলার সব্য৷ তবে মাঝেমধ্যে ঐন্দ্রিলার কুঁদঘাটের বাড়িতেও যাচ্ছেন৷ তাঁর মা-বাবার পাশে থাকার চেষ্টা করছেন৷ নিজের যাবতীয় কর্তব্য পালন করছেন। তবে কোনও অনুভূতি প্রকাশ্যে আনছেন না।