১১ মে দিনটি অভিনেতা বিক্রমের জীবনে খুব স্পেশ্যাল

0
243

কলকাতা: বাংলা টেলি জগতের অন্যতম অভিনেতা হলেন বিক্রম চট্টোপাধ্যায়। অসংখ্য নারীর ‘হার্টথ্রব’ তিনি তা বলাই চলে। কখনও ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের অনুরাগ তো আবার কখনও ‘ফাগুন বউ’-এর রোদ্দুর বা অয়নদীপ।

এর আগে জি বাংলায় একটি ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও এই দুই সিরিয়ালের মাধ্যমেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন বিক্রম। তবে ছোটপর্দার এই তারকা অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন রুপোলি পর্দার মধ্যে দিয়েই। ঠিক এই কারণেই জীবনের একটি স্মরণীয় দিনের কথা তিনি ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

- Advertisement -

আজ থেকে ঠিক নয় বছর আগে অর্থাৎ ২০১২ সালের ১১ মে মুক্তি পেয়েছিল বিক্রমের প্রথম ছবি ‘এলার চার অধ্যায়’। ইনস্টাগ্রামে সেই ছবিরই একটি ভিডিও ক্লিপিংস চলতি মাসের ১১ মে শেয়ার করেন তিনি। সঙ্গে নিজের মনের কথাও জানান বিক্রম। তাই এতদিন পর পুরনো স্মৃতিচারণায় নস্ট্যালজিক হয়ে পড়েছেন অভিনেতা। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তিনি আজ আর নেই, চলে গিয়েছেন তারাদের দেশে। তাই স্বাভাবিকভাবেই প্রয়াত পরিচালকের স্মৃতি আরও বেশি স্মৃতিমেদুর করে তুলেছে বিক্রমকে। এই ছবির মধ্যে দিয়েই প্রথমবার দর্শক দেখেছিল বিক্রম-পাওলি জুটিকে।

তাই নিজের প্রথম ছবির অভিজ্ঞতা আজও ভোলেনি বিক্রম। মনের মণিকোঠায় যত্ন করে তুলে রেখেছেন এই ছবিকে। আবার বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বিখ্যাত পরিচালকের সিনেমার নায়ক হতে পারাটা কিন্তু কম বড় ব্যাপার নয়!

তাই পোস্টটি শেয়ার করতে না করতেই বিক্রমের এই পোস্টে ভরে গিয়েছে লাইক এবং কমেন্টের বন্যা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জয়তি ভাটিয়ার সঙ্গেও কাজ করেছিলেন বিক্রম। তিনিই আবার এদিন কমেন্ট বক্সে লেখেন, ”এই ছোট্ট ভিডিয়োটি দেখেই আমার গোটা ছবি দেখতে ইচ্ছা করছে। এটি কোথায় দেখতে পাব? প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে চাইলেই দেখতে পারেন এই ছবি।

সম্প্রতি এই অভিনেতাকে দেখা গিয়েছিল ‘তানসেনের তানপুরা’ নামক ওয়েব সিরিজে। আবার আসছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’, সেখানে অঙ্কুশের সঙ্গে সঞ্চালনার ভূমিকায় দেখা যাবে তাঁকে।