পরমব্রত-প্রিয়াঙ্কাকে ‘মানবজমিন’এ মিলিয়ে দিলেন পরিচালক শ্রীজাত

0
159

পূর্বাশা দাস: ‘মানবজমিন’ নিয়ে একের পর এক চমক দিয়েই চলেছেন আনকোরা পরিচালক কবি শ্রীজাত। নিজের প্রথম ছবিতে শ্রীজাত জুটি বাঁধতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি ‘মানবজমিন’এ অভিনয় করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। নিজের ছবিতে প্রায়শই টুকটাক মুখ দেখিয়ে থাকেন সৃজিত। তবে এর আগেও নিজের ছবি ছাড়া অন্য পরিচালকদের অল্প কয়েকটি ছবিতে পর্দায় দেখা গেছে এই জাতীয় পুরস্কার জয়ী পরিচালককে।

তবে শ্রীজাতর প্রথম ছবিতে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় নিঃসন্দেহে বড় চমক। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন খোদ পরমব্রত চট্টোপাধ্যায়। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “নতুন পরিচালকের সঙ্গে ফ্রেমবন্দী আমি। পরিচালকের সঙ্গে নুতন পথচলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।” শ্রীজাতর প্রথম ছবি অনেক কিছু ‘প্রথম’এর সঙ্গে যুক্ত। মানবজমিনে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। জুটি হিসেবে পরমব্রত-প্রিয়াঙ্কার এটি প্রথম ছবি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রথম ছবি ‘মানবজমিন’ প্রযোজনা করছেন রানা সরকার। প্রযোজকরা রানা সরকার এর আগে সামাজিক মাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে কবির পরিচালনায় পরিচালকের অভিনয় করার খবর সামনে এনেছিলেন।

- Advertisement -

সিনেমার জন্য গান লিখেছেন শ্রীজাত। কবিতার পাশাপাশি তাঁকে দেখা গেছে বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ সিনেমায় অভিনয় করতেও। এবার কবি-গীতিকার শ্রীজাত বসতে চলেছেন পরিচালকের চেয়ারে। শীঘ্রই নিজের লেখা রম-কম ‘মানবজমিন’ নিয়ে পরিচালনায় অভিষেক হবে শ্রীজাতর। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হবে।