তৃণা কে বিদায় জানালেন নীল

0
308

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘জীবন শেষ আমার, ভালো থেকো সিড এর সঙ্গে, তোমার সুখী জীবন কামনা করি’- সর্বসমক্ষে স্ত্রী তৃণা সাহার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এই কথা লিখলেন অভিনেতা নীল ভট্টাচার্য।

তৃণা নতুন জীবনে ভালো থাকুক, নীল ও ভালো থাকবেন তাঁর নতুন প্রেমিকার সঙ্গে- সোশ্যাল মিডিয়ায় সকলের প্রিয় জুটি নীল তৃণার এমন কথোপকথন দেখে অনেকেই অবাক। বেশ কিছুদিন ধরে বলিউডের একাধিক তারকা জুটির মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে- রনজয় সোহিনী, রোহন সৃজলা, গৌরব জেসমিন এমনকি বনি কৌশানির মধ্য নাকি বেশি দূরত্ব তৈরী হয়েছে।

কি ভাবছেন? নীল তৃণার জীবনেও তেমন কিছু হতে চলেছে কি? একেবারেই না। ভুল করেও এই প্রিয় জুটিকে নিয়ে এমন কথা কখনোই ভাববেন না। এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তৃণার একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই ভাবছেন এবার হয়তো বলিউডে ডেবিউ হতে চলেছে অভিনেত্রী তৃণা সাহার।

আসলে Josh Real Hai Campaign এর জন্য মুম্বাইতে গিয়ে শুটিং করতে হয় তৃণা সাহা কে, আর সেখানেই এই দারুণ রিল ভিডিওটি বানান সিদ্ধার্থ ও তৃণা। এই ভিডিও দেখেই নীল মজা করে কমেন্ট করেন, তৃণা যেন সিডের সঙ্গেই সুখে থাকে, নীল নাকি ফোন করবে তাঁর girlfriend ক্যাটরিনা কাইফ কে। নীলের এই কমেন্ট দেখেই তৃণা লেখেন, ‘baby no, তুমি আমার জন্য সবকিছু।’ আসলে এই ধরণের মজা একে অপরের সঙ্গে প্রায়‌ই করে থাকেন নীল ও তৃণা।

- Advertisement -